দ্বিতীয় ইনিংসে মায়াঙ্কের ভূমিকায় কাউকে চান ডমিঙ্গো
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ১৫০ রান। ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল একাই করলেন ২৪৩ রান। যাতে ভারত ৪৯৩ রানের পাহাড় গড়ে এরমধ্যে এগিয়ে গেছে ৩৪৩ রানে। এই টেস্টে যা পরিস্থিতি বাংলাদেশের পক্ষে ম্যাচে ফেরা প্রায় দুঃসাধ্য। তবে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো তবু আশায় আছেন দ্বিতীয় ইনিংসে তার ব্যাটসম্যানদের কেউ নিবেন মায়াঙ্কের ভূমিকা, খেলবেন বড় ইনিংস।
আগের দিন বাংলাদেশকে গুটিয়ে দিয়ে শুরুতে উইকেট হারিয়েছিল ভারতও। ৩২ রানে ক্যাচ দিয়ে বাঁচেন মায়াঙ্কও। তবে এরপরই বদলে যায় ছবি। পুরো অথরিটি নিয়ে খেলার প্রভাব বিস্তার করেন ভারতের ওপেনার। দ্বিতীয় দিনের শুরুতে চেতশ্বর পূজারা আর বিরাট কোহলি আউট হলেও তার ব্যাটেই ম্যাচে দাপট দেখায় ভারত।
দৃঢ়তা দেখিয়ে সকালের পরিস্থিতি সামলানোর পর বেলা বাড়তেই বদলে ফেলেন অ্যাপ্রোচ। বাড়াতে থাকেন রানের চাকা। এক পর্যায়ে উত্তাল হয়ে উঠে তার ব্যাটে। আঁটসাঁট টেকনিক, নিখাদ টেম্পারমেন্ট আর চাঙ্গা ফিটনেস নিয়ে ছড়ি ঘোরান বাংলাদেশের উপর। তার ব্যাটেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে গেছে বাংলাদেশ।
এমন অবস্থায় বাংলাদেশের কোচ চান দ্বিতীয় ইনিংসে তার ব্যাটসম্যানরা দেখাক নিবেদন, খেলুক বড় ইনিংস, ‘খুব কঠিন একটা দিন গেল। সব কৃতিত্ব ভারতের। তারা পুরোপুরি প্রভাব বিস্তার করেছে গেল দুদিনে। এখনো তিনদিন আছে। এটা খুবই কঠিন পরিস্থিতি। আবার এটাই দারুণ সুযোগ কেউ একজনকে বড় কিছু করে দেখানোর। অনেকেই আছে ২০-৩০ রান করছে। আমাদের এমন কাউকে দরকার যে কিনা ১০০, ১৫০, ২০০ করবে, মায়াঙ্ক যেভাবে কর। কাজেই দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের জন্য অনেক বড় সুযোগ।’
Comments