পিচ পড়তে ‘একদমই ভুল করেনি’ বাংলাদেশ

ইন্দোরের হোল্কার স্টেডিয়ামের উইকেটে দূর থেকেই দেখা গেছে ঘাস। সে উইকেটে দুই পেসার নিয়ে নামে বাংলাদেশ, টস জিতে আগে নেয় ব্যাটিং। দুই দিন শেষে ৩৪৩ রানে পিছিয়ে বাংলাদেশ আছে বড় হারের অপেক্ষায়। তবে এই অবস্থার জন্য উইকেটের পর্যবেক্ষণ দায়ি নয়। কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন পিচ পড়তে একদমই ভুল করেননি তারা।

ইন্দোরের হোল্কার স্টেডিয়ামের উইকেটে দূর থেকেই দেখা গেছে ঘাস। সে উইকেটে দুই পেসার নিয়ে নামে বাংলাদেশ, টস জিতে আগে নেয় ব্যাটিং। দুই দিন শেষে ৩৪৩ রানে পিছিয়ে বাংলাদেশ আছে বড় হারের অপেক্ষায়। তবে এই অবস্থার জন্য উইকেটের পর্যবেক্ষণ দায়ি নয়। কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন পিচ পড়তে একদমই ভুল করেননি তারা। 

আগে ব্যাট করে দুই সেশনেই ১৫০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শুরুতে বাংলাদেশের পেসে ভুগেছে ভারতও। আবু জায়েদ রাহি জায়গায় বল ফেলে পেয়েছেন সাফল্য। তবে আরেকজন পেসারের সংকটে জায়েদের এনে দেওয়া চাপ রাখা যায়নি।

উইকেটের ধরণ বুঝতে কি তালগোল পাকিয়েছে বাংলাদেশ। রাসেল জানালেন উইকেট ঠিকই বুঝতে পেরেছিলেন তারা, ‘একদমই না (উইকেট বুঝতে ভুল করেননি)। আপনি যদি পিচের খাজ দেখেন, খেলা যত এগুবে এটা ব্যাট করার জন্য কঠিন হবে। আমরা যদি ২৮০ করতে পারতাম তাহলে আমরা খেলায় থাকতে পারতাম। আমাদের সুযোগ থাকত। গতকাল মিডল এবং লোয়ার অর্ডারে ধস নামে।’

ডমিঙ্গো পিচে খাজ দেখলেও দুই দিন শেষেও খালি চোখে তা দেখা যায়নি। এখনো উইকেটে আছে ঘাসের ছোঁয়া। দেখা যায়নি কোন ফাটল।

তবে এই উইকেট যে তিন পেসার খেলানোর মতো তা স্বীকার করেছেন বাংলাদেশের কোচ,  ‘আত্ম উপলব্ধি বড় জিনিস। আমরা অবশ্যই তিন পেসার খেলানোর কথা ভাবতে পারতাম কিন্তু এতে আমাদের ব্যাটিং লাইনআপ দুর্বল হয়ে যেত। আমাদের সম্ভবত আমাদের তিন পেসার খেলানোই দরকার ছিল কিন্তু এটা আসলে কাজে আসত না।’

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

10h ago