ইনিংস ছেড়ে দিল ভারত, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

Imrul Kayes

আগের দিন বিকালেই ইঙ্গিত ছিল ইনিংস ঘোষণার। দ্রুত রান তুলে বড় লিড নিয়ে ফেলেছিল ভারত। শনিবার (১৫ নভেম্বর) ইন্দোর টেস্টের তৃতীয় দিন সকালে আর ব্যাট করতে নামার প্রয়োজন মনে করেনি তারা। ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি। ভারতের লিড ৩৪৩ রানের।

ইনিংস হার এড়াতেই তাই বাংলাদেশকে করতে হবে ৩৪৩ রান। সিরিজের প্রথম এই টেস্টে টস জিতে ব্যাট করতে গিয়ে প্রথম দিনই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। দুই সেশনে নাজেহাল হয়ে গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। জবাবে ব্যাট করতে নামা ভারত বাংলাদেশের পেসার সংকটের পুরো ফায়দা উঠিয়ে নেয়। মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে গড়ে তোলে রানের পাহাড়।

দ্বিতীয় দিনের শেষ সেশনেই মেরে খেলতে শুরু করে ভারত। তখনই আভাস ছিল, দ্রুত রান তুলে হয়তো ইনিংস ছেড়ে দিতে চাইছে তারা। ২৮ চার, ৮ ছক্কায় মায়াঙ্ক ২৪৩ করে ফেরার পর ব্যাটিং অর্ডারেও আসে রদবদল। রবিচন্দ্রন অশ্বিনের আগে পাঠানো হয় পেসার উমেশ যাদবকে। আগ্রাসী যাদব ১০ বলেই করে ফেলেন ২৫ রান। দ্রুত রান বাড়িয়ে রবীন্দ্র জাদেজাও করে ফেলেন ফিফটি।

দলের রান পাঁচশো আর লিড সাড়ে তিনশোর কাছে চলে যাওয়ার পর দিনের খেলা শেষ হয়ে যায়। কিন্তু আর লিড না বাড়িয়ে ইনিংসই ছেড়ে দিল ভারত। প্রথম ইনিংসে ধুঁকতে থাকা বাংলাদেশের সামনে এখন তৃতীয় দিনে বড় চ্যালেঞ্জ। এড়াতে হবে ইনিংস হার, তার জন্যও টিকতে হবে দীর্ঘ সময়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৫০

ভারত প্রথম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬ (ইনিংস ঘোষণা) (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পূজারা ৫৪, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ১/১১৫, আবু জায়েদ ৪/১০৮, তাইজুল ০/১২০, মিরাজ ১/১২৫, মাহমুদউল্লাহ ০/২৪)।

লিড: ভারত ৩৪৩ রানে এগিয়ে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago