বাংলাদেশের ৪১তম ইনিংস হার, ভারতের বিপক্ষে চতুর্থ

ব্যাটে-বলে বিন্দুমাত্র লড়াই করতে না পেরে ১১৬তম টেস্ট ম্যাচে ৮৭ নম্বর হারের দেখা পেয়েছে বাংলাদেশ। সাদা পোশাকে এটি তাদের ৪১তম ইনিংস ব্যবধানে হার, ভারতের বিপক্ষে চতুর্থ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা ভালো হলো না মোটেও।
mushfiq
ছবি: বিসিসিআই

ব্যাটে-বলে বিন্দুমাত্র লড়াই করতে না পেরে ১১৬তম টেস্ট ম্যাচে ৮৭ নম্বর হারের দেখা পেয়েছে বাংলাদেশ। সাদা পোশাকে এটি তাদের ৪১তম ইনিংস ব্যবধানে হার, ভারতের বিপক্ষে চতুর্থ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা ভালো হলো না মোটেও।

শনিবার (১৬ নভেম্বর) ইন্দোর টেস্টের তৃতীয় দিনেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে গেছে। ৩৪৩ রানের লিড নিয়ে এদিন সকালে ভারত আগের দিনের ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে। এই রান টপকে যেতে নিবেদন দেখাতে হতো বাংলাদেশের ব্যাটসম্যানদের। ব্যাটিংয়ের জন্য বেশ ভালো থাকা উইকেটে চ্যালেঞ্জ নিতে পারেননি তারা। ব্যর্থতার আরেকটি উদাহরণ তৈরি করে দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট হয়ে মুমিনুল হকের দল ম্যাচ হেরেছে ইনিংস ও ১৩০ রানে।

সহজ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বিরাট কোহলির দল। ভারতের বিপক্ষে দশ টেস্টে খেলে অষ্টম হারের তেতো স্বাদ নিয়েছে বাংলাদেশ। এই নিয়ে ২৪তম বারের মতো তিন দিনেই ম্যাচ হেরেছে দলটি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন মুশফিকুর রহিম। ১৫০ বলের ইনিংসে ৭টি চার মারেন তিনি। ষষ্ঠ উইকেটে লিটন দাসের সঙ্গে ৬৩ ও সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে দলের সংগ্রহ দুইশো পার করান তিনি।

লিটন ৩৫ ও মিরাজ ৩৮ রান করেন। এছাড়া দুই অঙ্কে পৌঁছান মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ। দুজনেই ১৫ রান করেন। ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৩১ রানে ৪টি ও রবিচন্দ্রন অশ্বিন ৪২ রানে ৩টি উইকেট পান। ম্যাচসেরা হন ডাবল সেঞ্চুরি হাঁকানো মায়াঙ্ক আগারওয়াল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৮.৩ ওভারে ১৫০ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৩৭, মিঠুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ ৭*, ইবাদত ২; ইশান্ত ২/২০, উমেশ  ২/৪৭, শামি ৩/২৭, অশ্বিন ২/৪৩, জাদেজা ০/১০)

ভারত প্রথম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬ ইনিংস ঘোষণা (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পূজারা ৫৪, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ১/১১৫, আবু জায়েদ ৪/১০৮, তাইজুল ০/১২০, মিরাজ ১/১২৫, মাহমুদউল্লাহ ০/২৪)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৬৯.২ ওভারে ২১৩ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৭, মিঠুন ১৮, মুশফিক ৬৪, মাহমুদউল্লাহ ১৫, লিটন ৩৫, মিরাজ ৩৮, তাইজুল ৬, আবু জায়েদ ৪*, ইবাদত ১; ইশান্ত ১/৩১, উমেশ ২/৫১, শামি ৪/৩১, জাদেজা ০/৪৭, অশ্বিন ৩/৪২)।

ফল: ভারত ইনিংস ও ১৩০ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।

Comments

The Daily Star  | English

Mozammel, Shyamal, Shahriar on 7-day remand in murder cases

Dhaka Additional Chief Metropolitan Magistrate Md Sanaullah passed the orders after they were produced before the court in the morning with a 10-day remand prayer for them

1h ago