বাংলাদেশ তিন দিনে হারবে আশা করেনি ভারত
শক্তি, সামর্থ্যে অনেক এগিয়ে ভারত। তাদের পেস বোলাররা আছেন সময়ের সেরা অবস্থায়। বাংলাদেশ অনেক পিছিয়ে থাকলেও খেলা তিন দিনে শেষ হয়ে যাবে, এটাও আশা করেনি ভারত। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করেন কিছু কৌশলগত ভুলেই এমন অবস্থা হয়েছে বাংলাদেশের।
ইন্দোরে টস জিতে পেসারদের জন্য সহায়ক উইকেটে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু মাত্র দুই সেশনেই ১৫০ রানে অলআউট হয়ে সেই সিদ্ধান্ত কাজে যায়নি। প্রথম ইনিংসের সেই ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে আর ঘুরে দাঁড়ানো যায়নি। ভারতের ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ করতে পারে ২১৩ রান।
তৃতীয় দিনের বিকেলের আলো চড়া থাকতেই মুমিনুল হকের দল ম্যাচ হেরে যায় ইনিংস ও ১৩০ রানে। ম্যাচ শেষে ভারতের ব্যাটিং কোচ জানান খেলা এমন একপেশে হবে ভাবেননি তারা, ‘বাংলাদেশ বেশ ভালো দল। আমাদের বোলিং খুবই ভাল ছিল। আমার মনে হয় টস জিতে তাদের ব্যাট করতে যাওয়ার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। এটাও খেলাকে তিনদিনে শেষ করতে ভূমিকা রেখেছে। আমরা এটা (তিন দিনে শেষ হওয়া) আশা করিনি।’
দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে বাংলাদেশ ৪ উইকেট হারানোর পরও শরীরী ভাষায় বিন্দুমাত্র ছাড় দেয়নি ভারত। শুরুর মতো সমান তীব্রতা নিয়ে ম্যাচ শেষ করেছে তারা। এর পেছনে দলটির সাফল্যের ক্ষুধাকে বড় করে দেখছেন ব্যাটিং কোচ, ‘এটাই দলের সংস্কৃতি। এটা কেবল ব্যাটিং বা বোলিংয়ের বিষয় নয়। আমাদের দল বিশ্বে এক নম্বর দল থাকতে চায়। সে কারণেই এই সাফল্যের ক্ষুধা।’
Comments