ভারতের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা নেই সরকারের: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দর-কষাকষির সক্ষমতা নেই বলেই ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা অমীমাংসিত সমস্যার সমাধান করতে পারছে না।
শনিবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতে তো বলি না, কারণ তাদের সাথে আমাদের দ্বন্দ্ব নেই। কিন্তু সমস্যা হলো আজকে এমন একটা সরকার, যে আমাদের সমস্যাগুলো নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারে না।”
‘ফেনী নদীর পানি চুক্তি: বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।
ফখরুল বলেন, “সেই শক্তি এবং দর-কষাকষির সক্ষমতা সরকারের নেই। কারণ, ক্ষমতায় টিকে থাকার জন্য সে তাদের ওপর নির্ভর করে, এটা বাস্তবতা।”
জনগণকে এটা বুঝতে বর্তমান সরকার যত দিন থাকবে, ততই বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে, একে একে নষ্ট হবে এবং বাংলাদেশ নিঃস্ব হয়ে যাবে, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ফেনী নদী বাংলাদেশের, এটা অভিন্ন নদী নয়। সরকার এই নদী থেকে ভারতকে পানি নেওয়ার অনুমতি দিয়েছে।
“আমাদের প্রধানমন্ত্রী বলছেন, খাওয়ার পানি চাইলে পানি দেব না? ভালো কথা, পানি দেবেন। তা আমাদের যে লাখ লাখ মানুষ তিস্তার অববাহিকায় পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জীবন-জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে, সে বিষয়ে আপনি কোনো কথা বলেননি,” যোগ করেন তিনি।
Comments