পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি সোমবার ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করবে।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি প্রধানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিক্ষোভের সিদ্ধান্তের কথা জানান।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ফখরুল বলেন, কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতেও সেদিন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।
Comments