বিপিএলে শীর্ষ ক্যাটেগরিতে দেশের খেলোয়াড় ৪ জন, বিদেশী ১১

নিষেধাজ্ঞার কারণে এবারের বঙ্গবন্ধু বিপিএলে থাকছেন না সাকিব আল হাসান। তাকে এবার মাত্র চার জন খেলোয়াড়কে রাখা হয়েছে শীর্ষ ক্যাটেগরিতে। তবে বিদেশী খেলোয়াড়দের 'এ' প্লাস ক্যাটেগরিতে রয়েছেন মোট ১১ জন খেলোয়াড়। পারিশ্রমিকও তাদের প্রায় দ্বিগুণ। সব মিলিয়ে দেশের ১৮১ জন খেলোয়াড়ের নাম নিবন্ধন করা হয়েছে ড্রাফটে। বিদেশি কোটায় ড্রাফটে থাকছে ২১ দেশের মোট ৪৩৯ জন খেলোয়াড়ের নাম। তাতে আছে তিন ভারতীয় খেলোয়াড়ের নামও। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ছবি: ফিরোজ আহমেদ

নিষেধাজ্ঞার কারণে এবারের বঙ্গবন্ধু বিপিএলে থাকছেন না সাকিব আল হাসান। তাকে এবার মাত্র চার জন খেলোয়াড়কে রাখা হয়েছে শীর্ষ ক্যাটেগরিতে। তবে বিদেশী খেলোয়াড়দের 'এ' প্লাস ক্যাটেগরিতে রয়েছেন মোট ১১ জন খেলোয়াড়। পারিশ্রমিকও তাদের প্রায় দ্বিগুণ। সব মিলিয়ে দেশের ১৮১ জন খেলোয়াড়ের নাম নিবন্ধন করা হয়েছে ড্রাফটে। বিদেশি কোটায় ড্রাফটে থাকছে ২১ দেশের মোট ৪৩৯ জন খেলোয়াড়ের নাম। তাতে আছে তিন ভারতীয় খেলোয়াড়ের নামও। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএলের ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই ক্যাটাগরিতে পারিশ্রমিক হিসেবে তারা পাবেন ৫০ লাখ টাকা করে। অন্যদিকে বিদেশিদের 'এ' প্লাস ক্যাটেগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৪ লাখ টাকার মতো।

দেশের খেলোয়াড়দের 'এ’ ক্যাটেগরিতে রাখা হয়েছে ৯ জনকে। মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও ইমরুল কায়েস রয়েছেন এ ক্যাটেগরিতে। শীর্ষ ক্যাটেগরির সঙ্গে এর ব্যবধান অর্ধেক। এই ক্যাটেগরির পারিশ্রমিক ২৫ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১৮ লাখ। এই ক্যাটেগরিতে আছেন মোট ২৪ জন খেলোয়াড়। তারা হলেন- আবু হায়দার রনি, শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, রুবেল হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, আল আমিন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান, আফিফ হোসেন, ফজলে রাব্বি মাহমুদ, ইয়াসির আলি চৌধুরি, রনি তালুকদার, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

এছাড়া ‘সি’ ক্যাটাগরিতে খেলোয়াড়রা পাবেন ১২ লাখ। মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, অলক কাপালী, আরাফাত সানী, নাইম শেখ, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, সাদমান ইসলামসহ মোট ৪১ জন খেলোয়াড় রয়েছেন এই ক্যাটেগরিতে। এরপর শাহাদাত রাজীব, এনামুল হক জুনিয়র, আমিনুল ইসলাম বিপ্লব, ধীমান ঘোষ, নাজমুল হোসেন মিলনসহ মোট ৫৯ জন খেলোয়াড় রয়েছেন ‘ডি’ ক্যাটাগরিতে। যাদের পারিশ্রমিক ৮ লাখ করে। এবং ‘ই’ ক্যাটাগরির পারিশ্রমিক রাখা হয়েছে ৫ লাখ টাকা। এ ক্যাটেগরিতে আছেন তুষার ইমরান, জয়রাজ, সাজেদুল ইসলামসহ ৪৪ জন ক্রিকেটার।

বিদেশীদের মধ্যে 'এ' প্লাস ক্যাটাগরিতে রয়েছেন ১১ জন। সেখানে বড় মুখ বলতে কেবল রয়েছেন ক্রিস গেইলই। এছাড়া বিপিএলের নিয়মিত সদস্য সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, রশিদ খানরা কেউ থাকছেন না। ড্যান ভিলাস, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, হাসান আলী, রাইলি রুশো, মোহাম্মদ নবি, ড্যারেন ব্রাভো, ডোয়াইন স্মিথ, মুজিব উর রহমান, ক্রিস গেইল, থিসারা পেরেরা বিদেশী 'এ' প্লাস ক্যাটাগরিতে।

এবারের বিপিএল মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর। তবে এর আগে ৮ ডিসেম্বর হবে এর উদ্বোধনী অনুষ্ঠান। এবারের বিপিএল সম্পূর্ণ নিজেদের ব্যবস্থাপনায় আয়োজন করছে বিসিবি। তাই দলগুলোর নামও বদলে গিয়েছে। শনিবার এ আসরের লোগো উন্মোচন করা হয়। আর এদিনই জানা গিয়েছে সাতটি দলের নাম। অংশগ্রহণকারী সাত দলের নাম হচ্ছে- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর র্যাঞ্জার্স, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ দলগুলো আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় প্লেয়ার ড্রাফটসে অংশ নেবে।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

1h ago