চট্টগ্রামে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে নিহত ৭

Ctg blast-1.jpg
১৭ নভেম্বর ২০১৯, চট্টগ্রামের পাথরঘাটার ব্রিকফিল্ড রোডের একটি বাড়ির নীচতলার গ্যাস পাইপলাইন রাইজারে এই বিস্ফোরণ ঘটে। ছবি: স্টার

চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় একটি বাড়িতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরিত হয়ে পথচারীসহ অন্তত সাতজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দীর বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নূর ইসলাম (৩০) এবং অ্যানি বড়ুয়া (৪০)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন দ্য ডেইলি স্টারকে জানান, আজ (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ব্রিকফিল্ড রোডে অবস্থিত পাঁচতলা একটি বাড়ির নীচতলার গ্যাস পাইপলাইন রাইজারে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ওই বাড়ির নীচতলার একটি বড় অংশ উড়ে যাওয়ায় মোট ২২ জন আহত হন বলে জানান পূর্ণচন্দ্র মুৎসুদ্দী।

পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে, চিকিৎসকরা সাতজনকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

8m ago