মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ৩ শ্রমিক
মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবিতে তিন শ্রমিক নিখোঁজ হয়েছে।
নিখোঁজদের মধ্যে রয়েছেন আসলাম (২৪) ও এমাইদুল (৩৮) নামের দুই শ্রমিক রয়েছেন। অপর শ্রমিকের নাম জানা যায়নি।
আজ (১৭ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেছেন, ঘটনাস্থলে দমকল বাহিনী ও ডুবুরি দল পাঠানো হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ জানান, ভোর সোয়া ৫টার দিকে বরিশাল থেকে ঢাকার সদরঘাটগামী লঞ্চ এমভি কীর্তনখোলা-২ ধাক্কা একটি বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দিলে এটি ঘুমন্ত চার শ্রমিকসহ ডুবে যায়।
নিজাম (৪০) নামে এক শ্রমিক তীরে উঠতে সমর্থ সক্ষম হন। বাকি তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
কোস্টগার্ডের স্টেশন অফিসার এম এম আসিফ জানান, আজ সকালে ঢাকার সদরঘাট থেকে লঞ্চটির চালক মো. শহিদুল ইসলাম এবং দুই মাস্টার জাহাঙ্গীর হোসেন ও ইউনুচ ব্যাপারীকে আটক করা হয়েছে।
চালক মো. শহিদুল ইসলাম জানান, তখন কুয়াশা ছিলো। খুব কাছে আসার পর জাহাজটি দেখা যায়। দ্রুত বেগার দেওয়ার আগেই বালুর জাহাজটি ডুবে যায়।
Comments