আজ থেকে নতুন সড়ক পরিবহন আইনের প্রয়োগ: কাদের
সরকার আজ (১৭ নভেম্বর) থেকে নতুন সড়ক পরিবহন আইন পুরোপুরি প্রয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এসময় গণপরিবহনের মালিক ও শ্রমিকদের যথাযথ আইন মেনে চলারও পরামর্শ দেন তিনি।
এর আগে, গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে। তবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইনের প্রয়োগ প্রথমে এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের।
এরপর সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়। গত বৃহস্পতিবার মৌখিক সেই ঘোষণার সময়সীমা শেষ হয়েছে।
Comments