বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
বান্দরবানের নাইখ্যাংছড়ির তুমব্রু নতুন ব্রিজ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
নিহতরা হলেন: কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা মো. ইয়াসিন (৩০) এবং মো. হোসেন (২২)।
আজ (১৭ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।
বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, “নিহত রোহিঙ্গারা গত ১১ নভেম্বর দুই বিজিবি সদস্যকে গুলিতে আহত করেছিলো।”
“দীর্ঘদিন থেকে এই দুষ্কৃতিকারীরা এই এলাকায় সন্ত্রাস সৃষ্টি ও মাদকের কারবার করে আসছিলো,” বলেও জানান তিনি।
সেসময় বিজিবি সদস্যরা একটি বন্দুক, দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
Comments