টেস্ট র‍্যাঙ্কিং থেকেও বাদ সাকিব

জুয়াড়ির প্রস্তাব গোপন করে পাওয়া আইসিসির নিষেধাজ্ঞার কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং থেকে আগেই বাদ পড়েছিলেন সাকিব আল হাসান। এবারে টেস্ট র‍্যাঙ্কিং থেকেও ছিটকে গেছেন বাংলাদেশের তারকা বাঁহাতি অলরাউন্ডার।
Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি: ফিরোজ আহমেদ

জুয়াড়ির প্রস্তাব গোপন করে পাওয়া আইসিসির নিষেধাজ্ঞার কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং থেকে আগেই বাদ পড়েছিলেন সাকিব আল হাসান। এবারে টেস্ট র‍্যাঙ্কিং থেকেও ছিটকে গেছেন বাংলাদেশের তারকা বাঁহাতি অলরাউন্ডার।

রবিবার (১৭ নভেম্বর) প্রকাশিত আইসিসি টেস্ট খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ে নেই সাকিবের নাম। অলরাউন্ডারদের তালিকায় তার শূন্যস্থান দখল করে তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

নিয়ম অনুসারে, আইসিসি যদি কোনো ক্রিকেটারকে এক বছর বা তার বেশি সময়ের জন্য নিষিদ্ধ করে, তবে তাকে রাখা হয় র‍্যাঙ্কিংয়ের বাইরে। আর সেকারণে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট র‍্যাঙ্কিং থেকেও কাটা গিয়েছে সাকিবের নাম।

তবে বাংলাদেশের জন্য কিছু ইতিবাচক বার্তাও আছে র‍্যাঙ্কিংয়ে। সবশেষ ইন্দোরে ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে হারের টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন পেসার আবু জায়েদ রাহি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬২তম স্থানে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৩০তম স্থানে রয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। তিনি হল্কার স্টেডিয়ামে ৪৩ ও ৬৪ রানের ইনিংস খেলেছিলেন। ৯২তম স্থান থেকে ছয় ধাপ এগিয়ে ৮৬ নম্বরে উঠে এসেছেন লিটন দাস।

Comments

The Daily Star  | English

BB to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

1h ago