পেলের সঙ্গে মেসির তুলনায় ঘোর আপত্তি তিতের

lionel messi
লিওনেল মেসি। ছবি: টুইটার

ইতিহাসের সেরা ফুটবলার কে? উত্তরে হাতে গোণা যে কয়েকটা নাম উঠে আসে তাদের মধ্যে তিনবারের বিশ্বকাপ শিরোপা জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ও বর্তমান সময়ের অন্যতম সেরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম অন্যতম। তবে স্বদেশী সাবেক ফুটবলারের সঙ্গে মেসির তুলনায় ঘোর আপত্তি জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে। সর্বকালের সেরা ফুটবলার ইস্যুতে দুজনের তুলনার কোনো ‘বিশ্বাসযোগ্যতা’ খুঁজে পান না বলেও মন্তব্য করেছেন তিনি, জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম।

অফিসিয়াল ও নন-অফিসিয়াল মিলিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে মোট ১৩৬৬ ম্যাচ খেলেছিলেন পেলে। গোল করেছিলেন অবিশ্বাস্য ১২৮৩টি! মঙ্গলবার (১৯ নভেম্বর) তার হাজারতম গোলের পঞ্চাশ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এদিনই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিতে বলেছেন, শ্রেষ্ঠত্বের প্রশ্নে মেসির বিপরীতে একতরফাভাবে এগিয়ে পেলে।

‘পেলে অতুলনীয়। যখন কেউ পেলের সঙ্গে অন্য কোনো খেলোয়াড়কে তুলনায় টানে...তখন আমি কী করি জানেন? আমি শুনি কিন্তু মনোযোগ দেই না।’

‘যখন কেউ এসব বলে, তখন আমার মনে হয়, পেলের দক্ষতা সম্পর্কে তার কিছুই জানা নেই। তিনি বিস্ময়কর ছিলেন! আমি অবশ্য একবার বলেছিলাম, মেসি অসাধারণ। আমি বোঝাতে চেয়েছি যে বর্তমান সময়ের বিচারে এবং তার সৃজনশীলতার মাপকাঠিতে মানুষদের মধ্যে সে অসাধারণ। কিন্তু পেলে সাধারণের অনেক ঊর্ধ্বে। আর ব্রাজিলিয়ান বলেই আমি এমনটা বলছি তা না। আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না।’

‘যদি কেউ আমার কাছে আসে এবং (পেলে-মেসির মধ্যে) তুলনা করতে শুরু করে, আমার জন্য এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই।’

উল্লেখ্য, গেল শুক্রবার রাতে সৌদি আরবের মাটিতে প্রীতি ম্যাচে মেসির পেনাল্টি গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সে ম্যাচে মেজাজ হারিয়ে ‘মুখে আঙুল দিয়ে এবং হাত দিয়ে ইশারা করে’ তিতেকে চুপ করতে বলেছিলেন মেসি। তিতেও পাল্টা চুপ করতে বলেছিলেন বার্সেলোনা তারকাকে।

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

22m ago