ভারতে এটিএম জালিয়াতি: বাংলাদেশ-তুরস্কের ৪ নাগরিক গ্রেপ্তার

কমপক্ষে দুই হাজার এটিএম কার্ড জালিয়াতি করে কয়েক কোটি রুপি চুরি করে নেওয়ার ঘটনায় আন্তর্জাতিক দুষ্কৃতিকারী চক্রের চার সদস্যকে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ATM-Skimming-1.jpg
তুরস্কের নাগরিক হাকান জানবুরকান। ছবি: টাইমস অব ইন্ডিয়া

কমপক্ষে দুই হাজার এটিএম কার্ড জালিয়াতি করে কয়েক কোটি রুপি চুরি করে নেওয়ার ঘটনায় আন্তর্জাতিক দুষ্কৃতিকারী চক্রের চার সদস্যকে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

গতকাল (১৯ নভেম্বর) পশ্চিমবঙ্গের বেলঘরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ব্যারাকপুর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- তুরস্কের নাগরিক হাকান জানবুরকান ও ফতেহ আলদামির এবং বাংলাদেশের নাগরিক মোহাম্মদ হান্নান ও মোহাম্মদ রফিকুল ইসলাম।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে আজ বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আসাম পুলিশের অপরাধ দমন শাখা, ব্যারাকপুর গোয়েন্দা পুলিশ ও সাইবার সেল বিভাগের সদস্যরা বেলঘরিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তুরস্কের দুই নাগরিককে গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘মোহিনী মিল’ নামে বেলঘরিয়ার পরিত্যক্ত একটি পোশাক কারখানা থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া চারজনই এটিএম জালিয়াতি করে অর্থ চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, এই ব্যক্তিরা এটিএমে স্কিমিং ডিভাইস ইনস্টল করেছেন। এই বিশেষ ডিভাইসের সাহায্যে তারা ব্যবহারকারীদের ডেবিট কার্ড ক্লোন করতে পারেন এবং সেই তথ্য দিয়ে অর্থ তুলে নিতে পারেন।

গত ১৫-১৭ নভেম্বরের মধ্যে ত্রিপুরায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এটিএম বুথ থেকে ১ কোটি ১৯ লাখ রুপি চুরি যাওয়ার পর, এ নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক দিব্যেন্দু চৌধুরী বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ত্রিপুরার ওই ব্যাংক গ্রাহকদের কাছ থেকে এ ধরনের মোট ৪৫টি অভিযোগ পাওয়া যায়।

আগরতলার বিভিন্ন এটিএম বুথ থেকেও অর্থ চুরি হচ্ছিলো বলেও জানিয়েছেন তিনি।

Comments