ইডেনের উইকেটে ঘাস থাকবে, শক্ত হবে: কিউরেটর
উপমহাদেশের প্রথম গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টের উইকেটে রাখা হচ্ছে ঘাস, মাটি থাকবে বেশ শক্ত। তবে এতে ব্যাটসম্যান-বোলার সবার জন্যই সমান সুযোগ থাকার কথা জানিয়েছেন ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখার্জি।
আগামী শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট। বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি হতে যাচ্ছে গোলাপি বলে। দুই দলই এই প্রথম ফ্লাডলাইটের আলোতে খেলবে গোলাপি বলে।
গোলাপি বলে স্যুয়িং, মুভমেন্ট বেশি থাকায় এমনিতেই পেসারদের বাড়তি সুবিধা থাকার কথা আঁচ করা যাচ্ছে। কিউরেটর সুজন পেসারদের মুখের হাসি আরও চওড়া করে দিয়ে বুধবার (২০ নভেম্বর) জানালেন, উইকেটে রাখা হবে ঘাস, ‘গোলাপি বলে সাধারণত যারা খেলেছে, তাদের থেকে শুনেছি, উইকেটে একটু ঘাস থাকলে ভালো হয়, উইকেট একটু শক্ত থাকলে ভালো হয়। আর আউটফিল্ডে ঘাস কম রাখলে ভালো হয়।’
তবে ঘাস থাকলেও সুজন আভাস দিলেন, এমন উইকেট বানাচ্ছেন না যেখানে দর্শকরা ক্রিকেটের নির্মল আনন্দ থেকে বঞ্চিত হন, ‘তিন বছর থেকে সবাই দেখছে, আমার উইকেট স্পোর্টিং হয়। এখানে ব্যাটসম্যান-বোলার সবার জন্য সহযোগিতা থাকে। আমি সেরকম উইকেট বানিয়েছি যাতে দর্শকরা খেলা দেখে আনন্দ পান।’
উইকেটই নয়, দিবা-রাত্রির টেস্টে স্পিনারদের উদ্বেগের কারণ শিশিরও। শীতের আগমনী সময়ে সন্ধ্যা থেকেই শিশির পড়ার শঙ্কা থাকে। শিশিরের প্রভাব কমাতে এন্টিডিউ স্প্রে করা হচ্ছে ইডেনে। তবুও বাংলাদেশের স্পিনাররা বল ভিজিয়ে অনুশলীন চালিয়ে শিশিরের মধ্যে খেলার প্রস্তুতিও নিয়ে রাখছেন।
Comments