ঢাকা থেকে দুই মহাসড়কে যান চলাচল শুরু
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকরা রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়ার পর গুরুত্বপূর্ণ এই দুই মহাসড়কে যান চলাচল শুরু হয়।
টানা ৮ ঘণ্টা জনদুর্ভোগের পর দুপুর ২টায় অবরোধ তোলেন শ্রমিকেরা। এর পর থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শ্রমিকেরা সরে যেতে শুরু করলে শুরু হয় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল থেকে গাড়ির চালক, হেলপার ও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে যে, মন্ত্রীদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হবে এর আগে গাড়িগুলো ছেড়ে দেওয়া হোক। আমরা বলপ্রয়োগ করিনি। শ্রমিকেরা স্বেচ্ছায় অবরোধ প্রত্যাহার করে নেয়।
সাইনবোর্ড এলাকার অবরোধকারী পরিবহন শ্রমিকেরা জানান, তারা তাদের দাবির প্রতি অবিচল। কিন্তু বুধবার মন্ত্রীদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের কারণে আপাতত সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দাবী না মানলে প্রয়োজনে আবারও অবরোধ করা হবে।
Comments