গোলাপি বলের টেস্ট ঘিরে কলকাতায় উন্মাদনা, কী থাকছে জানালেন সৌরভ
ইডেন গার্ডেন্সে ঢুকতেই দেখা গেল প্রচুর মানুষের ভিড়। তারা টিকেট কিনতে এসেছেন। কিন্তু স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার পর বিফলে ফিরতে হচ্ছে বেশিরভাগকেই। টেস্ট ম্যাচের টিকেট নিয়ে এই উন্মাদনা উপমহাদেশে কি আগে কখনো হয়েছিল? অবশ্য গোলাপি বলের টেস্টও আগে উপমহাদেশে হয়নি। বিশেষ এই টেস্ট ম্যাচ ঘিরে যে কত বিপুল আয়োজন করা হয়েছে তা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙুলি।
গোলাপি বলের টেস্ট ঘিরে কলকাতায় আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের একাদশের ক্রিকেটাররা। থাকবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার, সুনিল গাভাস্কার, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়দের মতো তারকা।
দুপুরে ইডেনে এসে শুরুতেই কিউরেটর সুজন মুখার্জিকে নিয়ে উইকেট দেখতে যান সৌরভ। পুরো স্টেডিয়ামই সাজানো হচ্ছে গোলাপি রঙে, সৌরভ ঘুরে দেখেন শেষ মুহূর্তের প্রস্তুতি।
পরে সংবাদ মাধ্যমের সামনে প্রিন্স অব কলকাতা জানান আয়োজনের বিস্তারিত, ‘প্রচুর আয়োজন। প্রথম দিন শুধু ক্রিকেট আর অনুষ্ঠান হবে। আর্মি বিমান থেকে নিচে নেমে আসবে। তারা বল তুলে দেবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও অধিনায়কদের হাতে। বেল বাজানো হবে। লাঞ্চের সময়ে শচিন, গাভাস্কার, কপিল, রাহুল, অনিল সবার উপস্থিতিতে এটা টক শো হবে। চা-বিরতির সময় গলফ কার্টে করে সাবেক অধিনায়করা মাঠ প্রদক্ষিণ করবেন। মিউজিক পারফরম্যান্স থাকবে।’
থাকবেন ক্রিকেটের বাইরের তারকারাও। দুই দেশের শিল্পীরা পরিবেশ করবেন গান, ‘দিন শেষে সবার জন্য সংবর্ধনা থাকবে সবার জন্য। দুই দল, সাবেক অধিনায়করা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রুনা লায়লার পারফরম্যান্স, জিৎ গাঙ্গুলীর পারফরম্যান্স, সৌমেন্দ্র, সৌরজিত পারফরম্যান্স, প্রচুর আয়োজন থাকছে’
এতসব আয়োজনের কথা এরমধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে শহরময়। গোলাপি বলের টেস্ট দেখতে তাই হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। খেলা চারদিনে গড়াবে কিনা নিশ্চিত না হলেও বিক্রি হয়ে গেছে প্রথম চারদিনের টিকেট, ‘আমি রোমাঞ্চিত। চার দিনের সব টিকেট বিক্রি হযে গেছে। শেষ কবে আমরা দেখেছি, কোনো টেস্টে চার দিনের সব টিকেট বিক্রি হয়ে গেছে? ’
Comments