বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয় খুলেছে নিয়ন্ত্রণ কক্ষ

বাজারে খাদ্যশস্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে খাদ্য মন্ত্রণালয়। নিন্ম আয়ের জনগোষ্ঠীকে সহায়তা ও বাজার দর স্থিতিশীল রাখার স্বার্থে সচিবালয়ে এই নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
ফাইল ছবি

বাজারে খাদ্যশস্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে খাদ্য মন্ত্রণালয়। নিন্ম আয়ের জনগোষ্ঠীকে সহায়তা ও বাজার দর স্থিতিশীল রাখার স্বার্থে সচিবালয়ে এই নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ব্যাপারে সার্বিক তথ্য প্রদান ও যেকোনো মতামত বা অভিযোগের ব্যাপারে কনট্রোল রুমে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ০২-৯৫৪০০২৭, ০১৬৪২৯৬৭৭২৭

Comments

The Daily Star  | English
Khagrachhari violence leaves 3 dead

Khagrachhari violence: 3 dead, 4 sent to CMCH 'with bullet wounds'

Three indigenous people died of their injuries at a hospital in Khagrachhari yesterday and early today, hours after arson attacks and violence in the district

3h ago