মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ট্রাক ধর্মঘট প্রত্যাহার
আজ (২১ নভেম্বর) ভোররাত সোয়া একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
মালিক ও শ্রমিকেরা ৯ দফা দাবি পেশ করেছিলেন জানিয়েছে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এগুলোর মধ্যে যেসব দাবি যৌক্তিক মনে হবে, সেগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।”
নতুন সড়ক পরিবহন আইনের বিরোধিতা করে শ্রমিকদের ধর্মঘটে গতকাল পণ্য পরিবহন ও যাত্রীসেবায় ভোগান্তির সৃষ্টি হয়। গত ১৬ নভেম্বর থেকেই দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে যাত্রী পরিবহন বাধাগ্রস্ত হতে শুরু হয়ে তা উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পরে। গাজীপুর ও চট্টগ্রামে ধর্মঘট চলাকালে যানবাহন চালানোয় অনেক শ্রমিক মারধরের শিকারও হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শ্রমিক নেতারা বলছেন, আজ থেকে বিভিন্ন জেলায় ধর্মঘট স্থগিত করা হতে পারে। সারাদেশের শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভা করে ধর্মঘটের বদলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি নেওয়া হতে পারে বলেও তারা জানান।
Comments