বড় চ্যালেঞ্জ হবে ফ্লাড লাইটের আলোয়: মুমিনুল

গোলাপি বলে প্রথমবার দিবারাত্রির টেস্ট খেলতে নামা বাংলাদেশ বড় পরীক্ষা দেখছে সন্ধ্যার পর। অধিনায়ক মুমিনুল হক মনে করেন কৃত্রিম আলোয় কেবল ব্যাটিং নয়, ফিল্ডিংও হতে পারে বেশ কঠিন।
Mominul Haque
ছবি: স্টার

গোলাপি বলে প্রথমবার দিবারাত্রির টেস্ট খেলতে নামা বাংলাদেশ বড় পরীক্ষা দেখছে সন্ধ্যার পর। অধিনায়ক মুমিনুল হক মনে করেন কৃত্রিম আলোয় কেবল ব্যাটিং নয়, ফিল্ডিংও হতে পারে বেশ কঠিন।

শুক্রবার দুপুরে ভারতের বিপক্ষে উপমহাদেশের প্রথম গোলাপি বলের টেস্টে নামছে বাংলাদেশ। শেষ মুহূর্তের প্রস্তুতিতেও বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে কৃত্রিম আলোয় বল দেখার ব্যাপারটা।

দিবারাত্রির ইডেন টেস্ট শুরু হবে দুপুর ১টায়। কলকাতায় সন্ধ্যা নামে পাঁচটারও আগে। অর্থাৎ কৃত্রিম আলোয় প্রায় সাড়ে তিন ঘণ্টা খেলতে হবে।  ম্যাচের আগের দিন অনুশীলনে নামার আগে মুমিনুল জানালেন তাদের মূল উদ্বেগের জায়গা কৃত্রিম আলোয় খেলা, ‘আমার মনে হয় গোলাপি বলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ফ্লাড লাইটের আলোয় খেলা। বলের যে ঔজ্জ্বল্য থাকে এর জন্য দৃশ্যমানতায় সমস্যা হতে পারে ব্যাটসম্যানদের। একই সমস্যার জন্য ফিল্ডিংও চ্যালেঞ্জিং হবে।’

যেকোনো পর্যায়ের ক্রিকেট ম্যাচে মনঃসংযোগ বড় ব্যাপার। গোলাপি বলের খেলায় সেটা হওয়া চাই আরও গভীর,  ‘ব্যাটিংয়ে যদি আপনার মনোযোগ না থাকে তাহলে সমস্যা হবেই। আমার মনে হয়, প্রতিটি বলে শতভাগ মনোযোগী থাকতে হবে তাহলে ভালো কিছু হবে।’

গোলাপি বলে কোন প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। এই কয়েকদিনের অনুশীলনই তাই মুমিনুলদের সম্বল, নিজেরা আলাপ করেই তাই ঠিক করছেন ম্যাচের করনীয়, ‘কেমন হচ্ছে এগুলো নিয়ে আমাদের ভেতরে আলাপ হয়। আমার ধারণা ভুল হতে পারে। আমি  কখনও গোলাপি বলে খেলিনি। ম্যাচে আর অনুশীলনে কিন্তু অনেক পার্থক্য হতে পারে।’

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks info on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

2h ago