'মিশন এমবাপে'তে নামছে জুভেন্টাস

ছবি: এএফপি

কেমন হবে যদি ক্রিস্তিয়ানো রোনালদো ও কিলিয়েন এমবাপে একই দলের হয়ে খেলেন? গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বফুটবলে রাজত্ব করা রোনালদোর সঙ্গে ভবিষ্যৎ তারকার এ জুটি কীভাবে সামলাবে প্রতিপক্ষের রক্ষণভাগ? ব্যাপারটা ভাবতেই রোমাঞ্চে বুদ হয়ে যান ফুটবল প্রেমীরা। তবে এমনটা হওয়া অসম্ভবও নয়। কারণ এমবাপেকে কিনতে মিশনে নেমেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ইতালিয়ান গণমাধ্যম তুত্তোস্পোর্তের বরাত ধরে এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল।

প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেওয়ার আগেই বিশ্ব ফুটবলে নিজেকে জানিয়েছিলেন এমবাপে। এরপর নিজেকে তো আরও উচ্চতায় তুলেছেন। প্যারিসের ক্লাবটির হয়ে লিগ ওয়ানে এখন পর্যন্ত ১০৪ ম্যাচ খেলে ৬৭টি গোল করেছেন এ তরুণ। সঙ্গে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন ৩১টি। গত মৌসুমে লিওনেল মেসির সঙ্গে ইউরোপিয়ান বুটের দৌড়ে প্রায় সমান তালেই টক্কর দিচ্ছেন। নিঃসন্দেহে আগামী দিনের সবচেয়ে বড় তারকা হতে যাচ্ছেন এ তরুণ।

স্বাভাবিকভাবেই এমবাপেকে পেতে মুখিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদসহ বিশ্বের প্রায় সব সেরা ক্লাবগুলো। রিয়াল তো এরমধ্যেই তাকে কিনতে কয়েক দফা চেষ্টাও করেছে। কিন্তু এমবাপের ক্লাব পিএসজি তা মানেনি। কদিন আগেই গণমাধ্যমে চাউর ছিল তাকে পেতে পুরো ৪০০ মিলিয়ন ইউরো খরচ করবে রিয়াল। এবার তাদের টেক্কা দিতে চলেছে জুভেন্টাসও। সংবাদ অনুযায়ী, তাদের বাজেটও প্রায় ৪০০ মিলিয়ন ইউরো।

আর জুভেন্টাসই এমবাপের জন্য উপযুক্ত জায়গা বলে কদিন আগে মন্তব্য করেছিলেন ফরাসী কিংবদন্তি মিশেল প্লাতিনি। তুত্তোস্পোর্ত দেওয়া সে সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি নেইমারকে খুব পছন্দ করি। এরপরই ওই ছেলেকে যে পিএসজিতে ওর সঙ্গে খেলে। সেও খারাপ নয়। এমবাপে। হ্যাঁ, সেই। সে হয়তো পরবর্তী ১০ বছরের তারকা হতে যাচ্ছে। আমি জানিনা বর্তমানে জুভেন্টাসের তাকে কেনার মতো সামর্থ্য রয়েছে কি না। কিন্তু এখন না কিনলে তার মূল্য বেড়ে ভবিষ্যতে আরও দুরূহ হয়ে যাবে।'

প্লাতিনির এ মন্তব্যের পরই হয়তো নড়েচড়ে বসেছে তুরিনরা। তাকে পেতে মিশনেই নামছে ক্লাবটি। তাতে অবশ্য বেশ বেকায়দায় রয়েছে পিএসজি। এমনিতেই নেইমার থাকতে রাজী নন। তার উপর এমবাপের প্রতি অন্যান্য ক্লাবের আগ্রহের ফলে তাকে ধরে রাখাও কঠিন হবে। এখন বেশ বড় অঙ্কের প্রস্তাবই দিতে হবে তাদের। আর এটাও তারা করতে পারছে না। কারণ নেইমারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী তার চেয়ে বেশি বেতনধারী আর কোন খেলোয়াড় হতে পারবে না।

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

48m ago