ইডেনে গোলাপি বল নিয়ে উড়ে আসবেন না প্যারাট্রুপাররা

eden pink ball test
ছবি: বিসিবি

গোলাপি বল নিয়ে প্যারাট্রুপাররা (প্যারাস্যুট বাহিনীভুক্ত সৈনিক) আকাশ থেকে নেমে আসবেন কলকাতার ইডেন গার্ডেন্সে, টসের আগে তুলে দেবেন বাংলাদেশ-ভারত দুদলের অধিনায়কের হাতে, পরিকল্পনা ছিল ঠিক এমনই। কিন্তু নিরাপত্তা নিয়ে ছাড়পত্র না পাওয়ায় একেবারে শেষ মুহূর্তে দিবা-রাত্রির টেস্টের বর্ণাঢ্য আয়োজনের তালিকা থেকে এই অংশটি বাতিল করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

আগের দিন (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সিএবি’র সূত্র মারফত জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে প্যারাট্রুপারদের গোলাপি বল নিয়ে উড়ে আসতে দেখা যাবে না। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

ঐতিহাসিক তকমা পাওয়া উপমহাদেশের প্রথম গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টকে ঘিরে নানা রকম আয়োজন করেছে সিএবি। ইডেন গার্ডেন্স সেজেছে আলাদাভাবে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলির নির্দেশনায় করা হয়েছে বিশেষ গ্রাফিতি। গলির ক্রিকেট থেকে ভারতের জাতীয় দলে উঠে আসার বিভিন্ন ধাপ তুলে ধরা হয়েছে এই গ্রাফিতিতে।

আজ শুক্রবার টস হওয়ার আগে ব্যান্ড শো প্রদর্শন করবে কলকাতা পুলিশ। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন। বাংলাদেশ সময় দুপুর ১টায় বিশেষ সোনার কয়েনে অনুষ্ঠিত হবে টস। এরপর খেলোয়াড়রা গাইবেন নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীত।

তবে সিএবি’র আয়োজনের চূড়ান্ত সূচি অনুযায়ী সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইডেন টেস্টের উদ্বোধনী দিনে উপস্থিত থাকছেন না। ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন শেখ হাসিনা ও মমতা। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।

এই টেস্টকে স্মরণীয় করে রাখতে আমন্ত্রিত অতিথিদের তালিকা বেশ ভারী। হাসিনা-মমতার পাশাপাশি থাকবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটাররা। আমন্ত্রিত অতিথি হিসেবে ডাকা হয়েছে ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের অভিষেক টেস্টের একাদশকেও। আমিনুল ইসলাম বুলবুল ও আল শাহরিয়ার রোকন ছাড়া বাকিরা পৌঁছেও গেছেন কলকাতায়।

দিবা-রাত্রির টেস্টে সাধারণত ৪০ মিনিটের নৈশভোজ বিরতির পর চা বিরতি দেওয়া হয়। ইডেন টেস্টে অবশ্য তেমনটা থাকছে না, চলবে সাধারণ নিয়ম। যেহেতু শীতকালে ম্যাচ হচ্ছে, তাই টেস্টের চিরায়ত নিয়মে প্রথম সেশন শেষে মধ্যাহ্ন এবং দ্বিতীয় সেশন শেষে ২০ মিনিটের চা বিরতি থাকবে।

মধ্যাহ্ন বিরতিতে থাকছে বিশাল চমক। ভারতীয় ক্রিকেটের ‘ফ্যাব ফাইব’ খ্যাত সাবেক তারকাদের নিয়ে আয়োজন করা হবে ‘চ্যাট শো’। যেখানে থাকবেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ। ম্যাচের নানা পরিস্থিতি উঠে আসবে সেখানে।

প্রথম দিনের খেলা শেষে গান গাইবেন বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী রুনা লায়লা। দুটি বাংলা গানের সঙ্গে একটি হিন্দি গানও গাইবেন তিনি। কলকাতার জনপ্রিয় শিল্পী জিৎ গাঙ্গুলির গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে দিনের অনুষ্ঠান।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago