প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন দ্য ডেইলি স্টার
প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে বেসরকারি টেলিভিশন আরটিভি-কে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে দ্য ডেইলি স্টার।
আজ (২২ নভেম্বর) সকালে রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দ্য ডেইলি স্টারের কাছে সাত রানে হেরেছে আরটিভি।
অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন দ্য ডেইলি স্টারের অধিনায়ক ফজলুর রহমান। টুর্নামেন্ট সেরা হয়েছেন আরটিভির শরিয়ত খান।
আজকের খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে ছয় ওভারে তিন উইকেট হারিয়ে আরটিভিকে ১০৫ রানের বিশাল টার্গেট দেয় দ্য ডেইলি স্টার।
জবাবে শরিয়তের দারুণ ইনিংস সত্ত্বেও পুরো ওভার খেলে ৯৭ রান তুলতে পারে আরটিভি। ডেইলি স্টারের ওয়াসিম বিন হাবিবের বলে রাফিউল ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হন শরিয়ত।
খেলা শেষে টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে দ্য ডেইলি স্টার টিমের হাতে তুলে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকার চেক।
এর আগে অনুষ্ঠিত সেমিফাইল ম্যাচে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-কে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে দ্য ডেইলি স্টার।
Comments