ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত নেতানিয়াহু
কট্টর ইহুদিবাদী ও মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের পৃথক তিন মামলায় অভিযুক্ত হয়েছেন।
দেশটির অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যানডেলব্লিৎ তাকে অভিযুক্ত করেছেন।
বিবিসির প্রতিবেদনে গতকাল বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে- সুবিধা দেওয়ার মাধ্যমে ধনী ব্যবসায়ীদের কাছ থেকে উপহার নেওয়া, প্রতিপক্ষ পত্রিকার ক্ষতি সাধনের প্রতিশ্রুতি দিয়ে একটি গণমাধ্যম থেকে ইতিবাচক প্রচারণা নেওয়া।
ইসরাইলে নেতানিয়াহুই প্রথম প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকাকালীন এমন অভিযোগের সম্মুখীন হলেন।
অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহু জানিয়েছেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ষড়যন্ত্রমূলক ও অভ্যুত্থান চেষ্টার সঙ্গে সম্পর্কিত।
এমন অভিযোগ ওঠার পরও পদত্যাগ করবেন না জানিয়ে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, “কর্তৃপক্ষ সত্যের পেছনে নয়, বরং আমার পেছনে লেগেছে।”
ইসরাইলের অ্যাটর্নি জেনারেল ভারাক্রান্ত হৃদয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
তিনি বলেছেন, “এই সিদ্ধান্ত প্রমাণ করে, ইসরায়েলে কেউই আইনের ঊর্ধ্ব নন।”
Comments