দারুণ সেঞ্চুরিতে আরও এক ইতিহাসে কোহলি

বিরাট কোহলি সেট হয়ে গেলে যেকোনো বোলিং আক্রমণ নির্বিষ হয়ে যেতে বাধ্য। আর বাংলাদেশের বোলিং তো এমনিই হয়ে আছে নির্বিষ। আগের দিনের ৫৯ রান নিয়ে নামা কোহলির সেঞ্চুরি এসেছে তাই অনায়াসে। এই সেঞ্চুরি দিয়ে কোহলি ঢুকলেন আরও এক ইতিহাসে। উপমহাদেশের মাঠে গোলাপি বলের টেস্টে তিনিই এখন প্রথম সেঞ্চুরিয়ান।
Virat Kohli

বিরাট কোহলি সেট হয়ে গেলে যেকোনো বোলিং আক্রমণ নির্বিষ হয়ে যেতে বাধ্য। আর বাংলাদেশের বোলিং তো এমনিই হয়ে আছে নির্বিষ। আগের দিনের ৫৯ রান নিয়ে নামা কোহলির সেঞ্চুরি এসেছে তাই অনায়াসে। এই সেঞ্চুরি দিয়ে কোহলি ঢুকলেন আরও এক ইতিহাসে। উপমহাদেশের মাঠে গোলাপি বলের টেস্টে তিনিই এখন প্রথম সেঞ্চুরিয়ান। 

৬৮তম ওভারে তাইজুল ইসলামের বলে দুই রান নিয়ে কোহলি পৌঁছান তিন অঙ্কে। টেস্টে এটি তার ২৭তম সেঞ্চুরি। সব সংস্করণ মিলিয়ে ভারত অধিনায়কের সেঞ্চুরি সংখ্যা গিয়ে দাঁড়াল ৭০টিতে। কলকাতার ইডেন গার্ডেনে কোহলি পেলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৭ সালের নভেম্বরে এই মাঠেই শেষ খেলা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

কোহলির সেঞ্চুরির সময় ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫৭। এরমধ্যেই তারা লিড ছাড়িয়ে নিয়েছে দেড়শো।প্রথম সেশনে এখন পর্যন্ত কেবল একটাই উইকেট হারিয়েছে ভারত। কোহলির সঙ্গে ৯৯ রানের জুটির পর ফিফটি পাওয়া আজিঙ্কা রাহানে ফেরেন তাইজুলের বলে। 

শুরু থেকেই বাংলাদেশ কোন বোলারই বিন্দুমাত্র ধন্দে ফেলতে পারেননি কোহলিকে। চোখ জুড়ানো সব চারে দলের রানও দ্রুত বাড়িয়ে নিচ্ছেন কোহলি। ১২ চারে সেঞ্চুরিতে পৌঁছার পর আবু জায়েদ রাহিকে এক ওভারেই মেরেছেন আরও চারটি বাউন্ডারি। কোনরকম ঝুঁকি না নিয়ে দারুণ সব কাভার ড্রাইভ আর স্ট্রেট ড্রাইভ দেখা গেছে কোহলির ব্যাট থেকে। 

কোহলি যেভাবে খেলছেন তাতে বড় রানের বোঝার নিচের পড়ার শঙ্কায় বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Power supply may not improve anytime soon

The power supply situation has further deteriorated across the country as another power plant has completely shut and there is no sign of increasing generation in the immediate future.

12h ago