শূন্যে ভেসে ক্যাচ লুফে কোহলিকে বিদায় করলেন তাইজুল
মাত্রই দ্বিতীয় নতুন বল নিয়েছে বাংলাদেশ। ৮১তম ওভারে তৃতীয় বলটা ইবাদত হোসেন ফেলেছিলেন লেগ স্টাম্পের বাইরে। সেঞ্চুরি করে তেতে থাকা বিরাট কোহলি ফ্লিক করে সীমানা পার করতে চাইলেন, দারুণ সংযোগ হলোও ব্যাটে-বলে। কিন্তু স্কয়ার লেগে দাঁড়ানো তাইজুল ইসলাম লাফ দিলেন শূন্যে! ক্যাচ নেওয়ার প্রায় অসম্ভব এক চেষ্টা। তবে বিস্ময়করভাবে বল জমল তাইজুলের হাতে!
তাইজুলের এক হাতের দুর্দান্ত ক্যাচের কল্যাণে ভারত দলনেতা কোহলি সাজঘরে ফিরলেন ১৩৬ রানে। ইডেনের ভরপুর গ্যালারি তখন বলে উঠল যেন ‘ওয়াও’। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখাতেই দলের হতশ্রী দশার মাঝেও বিপুল করতালি পেলেন তাইজুল।
টেস্টে এটি কোহলির ২৭তম সেঞ্চুরি। সব সংস্করণ মিলিয়ে তার সেঞ্চুরি সংখ্যা গিয়ে দাঁড়াল ৭০টিতে। ইডেন গার্ডেন্সে কোহলি পেয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৭ সালের নভেম্বরে এই মাঠেই খেলা শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি।
প্রতিবেদন লেখার সময়, শনিবার (২৩ নভেম্বর) কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩১০ রান। তারা এগিয়ে আছে ২০৪ রানে। ঋদ্ধিমান সাহা ১৩ ও রবিচন্দ্রন অশ্বিন ০ রানে ব্যাট করছেন।
৪ উইকেটে ২৮৯ রান নিয়ে বিরতিতে যাওয়া ভারত দ্বিতীয় সেশনের শুরুতেই হারিয়েছে ২ উইকেট। সেঞ্চুরিয়ান কোহলির আগে আউট হন রবীন্দ্র জাদেজাও। তাকে বোল্ড করে ভারতের ৫৩ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙেন আবু জায়েদ রাহি। জাদেজা ৪১ বল খেলে ১২ রান করেন।
Comments