যুবলীগের নতুন চেয়ারম্যান পরশ, সাধারণ সম্পাদক নিখিল

শেখ ফজলে শামস পরশ যুবলীগের নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হোসেন খান। আগামী তিন বছর ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের নেতৃত্ব দেবেন তারা।
শেখ ফজলে শামস পরশ (বামে) মাইনুল হোসেন খান নিখিল (ডানে)। ছবি: সংগৃহীত

শেখ ফজলে শামস পরশ যুবলীগের নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হোসেন খান। আগামী তিন বছর ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের নেতৃত্ব দেবেন তারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে পরশ যুবলীগের সপ্তম সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম সভাপতি পদের জন্য পরশের নাম প্রস্তাব করেন। বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এই প্রস্তাব সমর্থন করেন।

সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন সাত জন। তাদের মধ্যে থেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি নিখিলের নাম প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ঘোষণা করেন ওবায়দুল কাদের।

সাধারণ সম্পাদকের নাম ঘোষণার আগে পদপ্রত্যাশী সাত জনকে ঐকমত্যে আসার আহ্বান জানান কাদের। কিন্তু তারা একমত হতে না পারায় নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ন্যস্ত করেন।

এর পরই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিখিলের নাম ঘোষণা করেন কাদের।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

2h ago