৫৮ রানে ৫ উইকেট হারানোর পর ভারতের ইনিংস ঘোষণা

bangladesh cricket team
ছবি: বিসিসিআই

নতুন বল নিয়েই খেলার পরিস্থিতি বদলে দিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে বড় কিছুর ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু দ্বিতীয় সেশনে পুরো উল্টো স্রোত। ইবাদত হোসেন, আল-আমিন হোসেন আর আবু জায়েদের স্যুয়িং-মুভমেন্টে বিরতির পর ৫৮ রানের মধ্যে ভারত হারিয়েছে ৫ উইকেট। তবে পর্যাপ্ত লিডের কারণে এর পরপরই এসেছে ইনিংস ঘোষণা।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। দ্রুত শেষ কয়েকটি উইকেট হারালেও ম্যাচের পরিস্থিতির বিচারে স্বাগতিকরা নিয়ে নিয়েছে ২৪১ রানের বিশাল লিড।

শনিবার (২৩ নভেম্বর) কলকাতার টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাকি আছে এখনও ৪৪ ওভার। এরই মধ্যে ইডেন গার্ডেন্সে জমেছে প্রচুর কুয়াশা। গোলাপি বল ঠাহর করা হয়ে পড়ছে কঠিন। দ্বিতীয় ইনিংসে তাই বাংলাদেশেরও দিনের বাকি সময়টা পার করাও এখন বিশাল চ্যালেঞ্জের।

৪ উইকেটে ২৮৯ রান নিয়ে বিরতিতে গিয়েছিল ভারত। দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই রবীন্দ্র জাদেজাকে বোল্ড ব্রেক থ্রু আনেন রাহি। তার লেট স্যুয়িং বুঝতে না পেরে বল ছেড়ে বোল্ড হন জাদেজা। চার ওভার পর কোহলিকে ফেরানোর কৃতিত্ব পুরোটাই ফিল্ডার তাইজুল ইসলামের। নতুন বলে ইবাদত লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়েছিলেন বল। কোহলি ফ্লিক করে পাঠাতে গিয়েছিলেন সীমানায়। স্কয়ার লেগে দাঁড়ানো তাইজুল শূন্যে লাফিয়ে এক হাত দিয়ে ধরেন প্রায় অসম্ভব এক ক্যাচ। ১৩৬ রান করে আউট হন কোহলি।

এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ইনিংস। রবিচন্দ্রন অশ্বিন আর ইশান্ত শর্মাকে এলবিডব্লিও করে ফেরান আল-আমিন। মাঝে রাহির বলে উমেশ যাদব মারতে গিয়ে ধরা পড়েন স্লিপে। ৩৩১ রানে ৯ উইকেট হারানোর পর ঋদ্ধিমান সাহা আর মোহাম্মদ শামির শেষ জুটিতে পিটিয়ে আরও ১৬ রান আনে ভারত। এরপরই অধিনায়ক কোহলি ডেকে পাঠান শেষ দুই ব্যাটসম্যানকে। ইঙ্গিত খুব পরিষ্কার, এবার রাতের আলোয় পেসের ঝাঁজ দেখানোর প্রত্যাশায় ভারতের পেস ত্রয়ী- শামি, ইশান্ত ও উমেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩০.৩ ওভারে ১০৬

ভারত ১ম ইনিংস: (আগের দিন ১৭৪/৩) ৮৯.৪ ওভারে ৩৪৭/৯ (ইনিংস ঘোষণা) (মায়াঙ্ক ১৪, রোহিত ২১, পূজারা ৫৫, কোহলি ১৩৬, রাহানে ৫১, জদেজা ১২, ঋদ্ধিমান ১৭*, অশ্বিন ৯, উমেশ ০, ইশান্ত ০, শামি ১০*; আল আমিন ৩/৮৫, আবু জায়েদ ২/৭৭, ইবাদত ৩/৯১, তাইজুল ১/৮০)।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago