মাহমুদউল্লাহ ব্যাট করতে পারবেন, আশায় বাংলাদেশ
চরম বিপর্যয়ের মাঝে দারুণ খেলছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে ভরসা দিচ্ছিলেন তিনি। কিন্তু ৪১ বলে ৩৯ করার পর হ্যামস্ট্রিংয়ের চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এদিন আর ব্যাট করতে নামতে পারেননি। তৃতীয় দিনে দলের ইনিংস হার এড়াতে তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ।
শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মাহমুদউল্লাহর চোট আগামীকাল আবার পর্যবেক্ষণ করা হবে। মাহমুদউল্লাহর চোটের বর্তমান অবস্থা দেখে তারা আশা করছেন, কাল ব্যাট করতে নামবেন দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।
ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টে নেমে ব্যাটিং বিপর্যয়ের সঙ্গে চূড়ান্ত রকমের শারীরিক পরীক্ষাও দিচ্ছে বাংলাদেশ। এর মধ্যে মাথায় আঘাত পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন লিটন দাস ও নাঈম হাসান। তাদের কনকাশন বদলি হিসেবে খেলছেন যথাক্রমে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
দ্বিতীয় ইনিংসেও আঘাতপ্রাপ্ত হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইশান্ত শর্মার বাউন্সারে মাথায় আঘাত পান মোহাম্মদ মিঠুন। তবে তার চোটে কোনো শঙ্কার কারণ পাননি চিকিৎসক।
ইডেনে দ্বিতীয় দিন শেষে হাতে ৪ উইকেট নিয়ে ৮৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ইনিংস হার এড়িয়ে ভারতকে আরেকবার ব্যাট করাতে তাই অন্তত এই পরিমাণ রান করতে হবে বাংলাদেশকে।
এদিন ২৪১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ভারতীয় পেসে ছিন্নভিন্ন হয়ে যায় বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ১৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর দুই দিনেই খেলা শেষের শঙ্কা জাগে। এরপর মুশফিক আর মাহমুদউল্লাহ প্রতিরোধ গড়েন। মাহমুদউল্লাহ চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে জুটিতে আনেন ৬৯ রান।
মাহমুদউল্লাহর বেরিয়ে যাওয়ার পর আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে ৫৯ রানে অপরাজিত থেকে দলকে আশা দিচ্ছেন মুশফিকুর রহিম। ৬ উইকেটে ১৫২ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।
Comments