মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ (২৪ নভেম্বর) ভোররাত ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক সাইফুল মোড়ল (৩০) এবং বাসযাত্রী মাসুদ শেখ (২৬)।
সাইফুল মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার শুভাসিনি গ্রামের খোদা বক্স মোড়লের ছেলে। বাসযাত্রী মাসুদ শেখ ফরিদপুর সদর উপজেলার চর কমলাপুর গ্রামের মৃত সোবান মিয়ার ছেলে।
আহতদের মধ্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঁচজন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকে পাঠানো হয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, রাতে ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ট্রাকচালক ও বাসের এক যাত্রী দুর্ঘটনাস্থলে নিহত হয়।
ট্রাকচালক ও বাসযাত্রীর মরদেহ প্রশাসনের অনুমতি সাপেক্ষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান হাইওয়ে পুলিশ কর্মকর্তা।
Comments