পশুর নদীতে ট্রলার ডুবে ১ জনের মৃত্যু
বাগেরহাটের মোংলার পশুর নদীর লাউডোব এলাকায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে কয়েকজন যাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে সুন্দর বিশ্বাস (৫৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ (২৪ নভেম্বর) সকাল নয়টায় পশুর নদী পার হওয়ার সময় ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে ওই ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে বাগেরহাট ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড কাজ শুরু করেছে।
নিহত সুন্দর বিশ্বাস দাকোপ উপজেলার লাউডোব গ্রামের বাসিন্দা।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, “ট্রলার ডুবির খবর জানতে পেরে আমরা উদ্ধার অভিযান শুরু করি। স্থানীয়দের সহায়তায় সুন্দর বিশ্বাস নামের একজনের মরদেহ উদ্ধার করেছি।”
Comments