আ. লীগের ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে

আওয়ামী লীগের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্তকারীরা।
ict.jpg
২৪ নভেম্বর ২০১৯, ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটির তদন্তকারীরা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্তকারীরা।

আজ (২৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন আইসিটির তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান ও সহকারী সমন্বয়ক এম সানাউল হক ।

অভিযুক্ত তিনজন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের কোলাগ্রাম গ্রামে হত্যা, বন্দী, অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন বলে জানানো হয়েছে।

এদের মধ্যে গ্রেপ্তার দুজন বর্তমানে জেলহাজতে রয়েছেন।

এরা হলেন- ঝিনাইদহ সদরের হামিদ মিয়ার ছেলে মো. রশিদ মিয়া (৬৬) ও ওমেদ আলী মালিথার ছেলে মো. সাহেব আলী মালিথা (৬৮)।

অপর আসামি এখন পর্যন্ত পলাতক থাকায় তদন্তকারীরা তার নাম উল্লেখ করেননি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই তিন কর্মী ১৯৭১ সালে রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানানো হয়েছে। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা এতে যোগ দেন।

আগামীকাল এ সংশ্লিষ্ট চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেবেন বলে জানিয়েছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago