কঙ্গোতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৭
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহরে ঘটা এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা বলেছেন, উড্ডয়নের পর জেট বিমানটি শহরের একটি আবাসিক এলাকায় গিয়ে আছড়ে পড়ে।
স্থানীয় বিমান সংস্থা ‘বিজি বি’ পরিচালিত বিমানটি বেনিন যাওয়ার কথা ছিল। বিমানটিতে ১৬ জন যাত্রী ও দুজন ক্রু ছিলেন। নিহত অন্য ৯ জন মাটিতে ছিলেন।
গত অক্টোবরে ওই একই বিমানবন্দর থেকে একটি কার্গো বিমান উড্ডয়নের এক ঘণ্টা পর বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছিলেন।
দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তার মানদণ্ডে পিছিয়ে থাকায় কঙ্গোতে প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে। এ কারণে দেশটির কোনো বিমান সংস্থাই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে যাত্রী পরিবহন করতে পারে না।
Comments