বিসিবি সভাপতির অভিযোগের প্রসঙ্গে নিরুত্তর মুমিনুল
ইন্দোরের পর কলকাতায়ও টস জিতে বাংলাদেশের আগে ব্যাটিং বেছে নেওয়া নিয়ে নানা রকমের কথা-বার্তা হয়েছে। ইডেন টেস্টের প্রথম দিনে দলটির কোচ রাসেল ডমিঙ্গো যুক্তি দিয়েছিলেন নিজেদের সিদ্ধান্তের স্বপক্ষে। পরদিন ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বলেন ঠিক তার উল্টো কথা। সোয়া দুই দিনে ইনিংস ব্যবধানে দিবা-রাত্রির টেস্ট হারার পর বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক কোচের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, পরে ব্যাটিং করলেও আলাদা কিছু হতো না। তবে বিসিবি সভাপতির অভিযোগের প্রসঙ্গে নিরুত্তর ছিলেন তিনি।
রবিবার (২৪ নভেম্বর) আরও একবার সাদা পোশাকে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। ইডেনে তারা হেরেছে ইনিংস ও ৪৬ রানের বিশাল ব্যবধানে। আগের দিনের ৬ উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনে বাংলাদেশ টিকতে পেরেছে মাত্র ৪৭ মিনিট, দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৯৫ রানে।
গোলাপি বলে প্রথমবার দিবা-রাত্রির টেস্টে খেলতে নামা, আগে যে বলে কখনও প্রস্তুতি ম্যাচও খেলেনি বাংলাদেশ। তাই টস জিতে মুমিনুলদের ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশ্নবিদ্ধ। আগের দিন বিস্ময় প্রকাশ করে বিসিবি সভাপতি নাজমুল বলেছিলেন, ‘ব্যাটিং নেওয়ায় আমি সত্যিই আশ্চর্য হয়েছি। কোচ-অধিনায়ক দুজনই বলেছিল, ফিল্ডিং নেবে। এটা নিয়ে চিন্তারই কিছু ছিল না (টস জিতে ফিল্ডিং নেওয়া নিয়ে)। তারপর টস জিতে যখন দেখেছি ব্যাটিং নিয়েছে, তখনই প্রথম ধাক্কা খেয়েছি। সম্ভবত অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিনা জানি না (এমন সিদ্ধান্ত নিয়েছে)।’
তবে মুমিনুল বড় করে দেখছেন ভারতের সঙ্গে নিজেদের শক্তির পার্থক্য। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘নিশ্চিতভাবেই, দুদলের মধ্যে ব্যবধান বিস্তর। এই দুই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে আমাদের এবং ভুলগুলো শুধরে নিতে হবে। নতুন গোলাপি বলে খেলাটা খুবই চ্যালেঞ্জিং এবং নতুন বলের চ্যালেঞ্জটা আমরা নিতে পারিনি।’
ইন্দোর টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত ভুল ছিল বলে পরে স্বীকার করে নিয়েছিলেন বাংলাদেশ দলনেতা। তবে কলকাতা টেস্টে হারের পর তিনি বলেছেন, পরে ব্যাটিং করলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হতো না, ‘যখন আমরা উইকেট দেখেছিলাম, তখনই বুঝেছিলাম, পরে ব্যাট করলেও একই ঘটনা ঘটতে পারে। পরে ব্যাটিং করলেও খুব বেশি পার্থক্য তৈরি হতো না।’
এরপর সংবাদ সম্মেলনে মুমিনুলকে জানানো হয় টস জিতে ব্যাটিং নেওয়া নিয়ে বোর্ড সভাপতির অভিযোগ তোলার বিষয়টি। উত্তরে তিনি অবশ্য কিছু বলতে রাজি হননি, একপ্রকার এড়িয়েই গেছেন, ‘দেখেন, আমি তো সামনা-সামনি ছিলাম না। আপনাদের যেহেতু বলেছেন, সেই হিসেবে আমার মন্তব্য করা ঠিক না। আমার মনে হয় না এই বিষয়ে কথা বলার জন্য আমি সঠিক ব্যক্তি। মনে হয় না আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারব।’
Comments