পাটকল শ্রমিকদের বিক্ষোভ

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছেন খুলনা ও রাজশাহীর পাটকল শ্রমিকেরা।
Khulna.jpg
২৫ নভেম্বর ২০১৯, পাটকল শ্রমিকেরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: স্টার

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছেন খুলনা ও রাজশাহীর পাটকল শ্রমিকেরা।

আজ (২৫ নভেম্বর) সকালে খুলনার রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকেরা খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে জড়ো হন। পরে তারা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

একই দাবিতে রাজশাহীর কাটাখালী এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তারা মিল গেটের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন।  

Jute-Workers.jpg
পাটকল শ্রমিকদের প্রতীকী প্রতিবাদ। ছবি: স্টার

শ্রমিকেরা জানান, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করছেন তারা।

Comments