বাবরি মসজিদ মামলার রায়: নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমিদের বিবৃতি

সম্প্রতি ভারতের বহুল আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, অযোধ্যার বিতর্কিত ২ দশমিক ৭৭ একর জমিতে মন্দির এবং শহরের ‘উপযুক্ত’ ৫ একর জমি মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের দিতে হবে।
Nasiruddin-And-Sabana.jpg
নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের বহুল আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, অযোধ্যার বিতর্কিত ২ দশমিক ৭৭ একর জমিতে মন্দির এবং শহরের ‘উপযুক্ত’ ৫ একর জমি মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের দিতে হবে।

সর্বোচ্চ আদালতের রায়ে সন্তুষ্ট হতে না পেরে, রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড এবং জমিয়ত উলেমা-এ-হিন্দ (আরশাদ মদনী গুট)।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে বিবৃতি দিয়েছেন জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী শাবানা আজমি এবং সাংবাদিক জাভেদ আনন্দসহ ভারতের ১০০ জন মুসলিম ব্যক্তিত্ব।

তাদের মতে, “যতোদিন রাম জন্মভূমি ও বাবরি মসজিদের মামলা বেঁচে থাকবে, ততোদিন মুসলমান সম্প্রদায়ের আরও ক্ষতি হবে।”

১০০ জন ব্যক্তির সাক্ষর সম্বলিত এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় মুসলিম সম্প্রদায়, সাংবিধানিক বিশেষজ্ঞ এবং ধর্মনিরপেক্ষ সংগঠন অখুশি হলেও, এটা মাথায় রাখতে হবে যে, দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছেন।”

সেখানে আরও বলা হয়, “অযোধ্যা সঙ্কট জিইয়ে রাখার মানে হলো, ভারতীয় মুসলমানদের আরও বিপদের মুখে ফেলা।”

Comments