দেবের ‘মিশন সিক্সটিন’
সাফটা চুক্তি কিংবা যৌথ প্রযোজনা নয়, বাংলাদেশের একক প্রযোজিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার নায়ক দেব। রাজধানীর একটি অভিজাত ক্লাবে আজ (২৬ নভেম্বর) সন্ধ্যায় ওই সিনেমার ঘোষণা দেওয়া হবে।
পাশাপাশির তার অভিনীত ‘পাসওয়ার্ড’ বাংলাদেশে মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।
প্রথমবারের মতো টালিউডের এই নায়ক বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। একাধিক সূত্র ডেইলি স্টারকে জানায়, দেব অভিনীত সিনেমার নাম হবে ‘মিশন সিক্সটিন’। এককভাবে প্রযোজনা করতে যাচ্ছে ঢাকার শাপলা মিডিয়া। কলকাতায় মাসখানেক আগে চুক্তিবদ্ধ হয়েছেন দেব।
সিনেমার পরিচালক ও দেবের নায়িকা হিসেবে কে থাকবেন সেগুলো এখনও নিশ্চিত হয়নি। বাংলাদেশ থেকে নায়িকা কে থাকবেন সেটি দেব পুরোপুরি ছেড়ে দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর।
‘মিশন সিক্সটিন’ হবে নিরেট বাংলাদেশের সিনেমা। কলকাতা থেকে শুধুমাত্র দেব অভিনয় করবেন। বাকি শিল্পী, নায়িকা, পরিচালক সবাই থাকবেন বাংলাদেশ থেকে। আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির প্রথমে শুরু হবে এর শুটিং। বাংলাদেশ ও ব্যাংককে এ সিনেমার পুরো কাজ হবে।
বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড এর গল্প ছবির কাহিনী। মাসখানেক আগে গল্পভাবনা দেব পছন্দ করেন। তখনই তিনি নিশ্চিত করবেন ‘মিশন সিক্সটিন’ করবেন। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।
Comments