বিশ্বের প্রথম কৃত্রিমবুদ্ধির উপস্থাপক

‘বিশ্বের প্রথম’ কৃত্রিম বুদ্ধিসম্পন্ন (এআই) সংবাদ পাঠকের আত্মপ্রকাশ করতে দেখা গেলো চীনে। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল সিনহুয়া জানিয়েছে, ‘এটিই প্রথম এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) উপস্থাপক।
AI anchor
কৃত্রিমবুদ্ধির উপস্থাপক। ছবি: ভিডিও থেকে নেওয়া

‘বিশ্বের প্রথম’ কৃত্রিম বুদ্ধিসম্পন্ন (এআই) সংবাদ পাঠকের আত্মপ্রকাশ করতে দেখা গেলো চীনে। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল সিনহুয়া জানিয়েছে, ‘এটিই প্রথম এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) উপস্থাপক।

গত ২১ নভেম্বর চীনের ঝেজিয়াং প্রদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইন্টারনেট সম্মেলনে আত্মপ্রকাশ করে ‘ইংলিশ এআই অ্যাঙ্কর’।

সিনহুয়ার উপস্থাপক ঝাং ঝাওয়ের আদলে তৈরি এই কৃত্রিমবুদ্ধির উপস্থাপক এক নাগাড়ে ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম।

“আপনাদের সংবাদ পাঠের নতুন অভিজ্ঞতা দিতে আমি নিরলসভাবে কাজ করে যাবো”, সংবাদ পাঠ করতে গিয়ে এমন আশ্বাসবাণী শোনান এআই উপস্থাপক।

চীনের সার্চ ইঞ্জিন সোগুউ ডট কমের সাহায্যে রোবট উপস্থাপক তৈরি করেছে সিনহুয়া। এই উপস্থাপকের দুটি প্রতিবেদন সিনহুয়ার টুইটারে পোস্ট করা হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম সিএনবিসি।

চীনা সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এআই উপস্থাপক বলেন, “শেষ করার আগে, আমি সারাদেশের সাংবাদিকদের শুভ কামনা জানাই। ক্রমবিকাশমান একজন এআই উপস্থাপক হিসেবে আমি জানি আমার উন্নতির জন্য অনেক কিছু করা এখনো বাকি।”

এআই প্রকল্প সফল হলে গণমাধ্যমকর্মীরা চাকরি হারাবেন বলে আশঙ্কা করছেন অনেকে। তবে গবেষণা সংস্থা গার্টনার ভবিষ্যদ্বাণী করে বলেছে, এই প্রকল্পের কারণে ২০২০ সালের মধ্যে ২৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে চাকরি হারানোর সম্ভাবনাও রয়েছে প্রায় ১৮ লাখ সংবাদকর্মীর।

গার্টনারের মতে, আগামী পাঁচ বছরে এই শিল্প থেকে ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার আয় করা সম্ভব।

Comments

The Daily Star  | English

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

2h ago