পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় কমিটি করবেন না: কাদের
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কমিটি গঠনে শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন নিয়ে কমিটি গঠন করবেন না।”
মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও নগর কমিটির কাউন্সিল উপলক্ষে পাবলিক লাইব্রেরি মাঠে দেওয়া ভাষণে কাদের বলেন, দলের জন্য এখন শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির নেতা দরকার। গণতন্ত্র রক্ষা করতে হলে আওয়ামী লীগকে আমাদের রক্ষা করতে হবে।
সুবিধাবাদীরা যেন দলে ঢুকতে না পারে তার জন্য দলের জেলা ও নগর পর্যায়ের নেতৃবৃন্দকে সচেতন থাকার জন্যও আহ্বান জানান কাদের।
যুবলীগের নেতাদের চাঁদাবাজি ও ক্যাসিনো ব্যবসায় সংশ্লিষ্টতা ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে সরিয়ে দেওয়ার পর ভাবমূর্তি পুনরুদ্ধারে ক্ষমতাসীন দলের চেষ্টার মধ্যে আজ এই কথা বললেন কাদের।
স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, ক্ষমতা চিরস্থায়ী হয় না। ক্ষমতার অপব্যবহার না করে মানুষের মন জয়ের চেষ্টা করুন।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে আওয়ামী লীগের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সার্বিক উন্নয়নের জন্য সরকার অবশ্যই দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করবে।
Comments