গেইল জানেনই না কেন তার নাম বিপিএলে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই নানা ধরণের বিতর্ক। এবার বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশেষ ভাবে আয়োজনের শুরুতেও বিতর্ক উঠেছে। আর সে বিতর্কের নাম ক্রিস গেইল। বিশ্ব ক্রিকেটের এ দানবীয় ক্রিকেটার জানেনই না কীভাবে তার নাম বিপিএলে আসলো। তাকে না জানিয়েই বিপিএল কর্তারা এসব করেছেন বলে অভিযোগ করেছেন এ ক্যারিবিয়ান দৈত্য। এমন সংবাদই প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবপোর্টাল ইএসপিএন ক্রিকইনফো।
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না গেইলের। দক্ষিণ আফ্রিকার এমজানসি সুপার লিগে এবার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। তার দল জোজি স্টার্সেরও হয়েছে ভরাডুবি। তাই আপাতত ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি বছরে আর মাঠে নামবেন বলেই জানিয়েছেন এ ক্যারিবিয়ান।
আগামী ডিসেম্বরে ভারত সফর করবে উইন্ডিজ। সে সফরের জন্য তাকে ডেকেছিল সংশ্লিষ্ট বোর্ডটি। কিন্তু তাতে সাড়া দেননি গেইল, 'উইন্ডিজ আমাকে ডেকেছিল ওয়ানডে খেলার জন্য। কিন্তু আমি খেলতে যাচ্ছি না। তারা (নির্বাচক) চায় যেন আমি তরুণদের সঙ্গে খেলি কিন্তু এ বছরটা আমি বিশ্রাম নিতে চাই।'
সবচেয়ে বড় সংবাদ বিপিএলের ড্রাফটে কীভাবে তার নাম এলো তা জানেনই না গেইল। নিজেকে ড্রাফটে দেখে বিস্মিত হয়েছেন এ তারকা, 'আমি বিগব্যাশও খেলতে যাচ্ছি না। আমি ঠিক জানিনা সামনে কী ক্রিকেট আসছে। এমনকি আমি এটাও জানিনা, কীভাবে আমার নাম বিপিএলে এলো। কিন্তু আমি ড্রাফটে একটা দলে আছি জানিনাও এটা কীভাবে হলো।'
অথচ লটারিতে প্রথমে খেলোয়াড় নেওয়ার সুযোগ পেয়ে শুরুতেই গেইলকে লুফে নিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাকে নিয়ে অন্যরকম পরিকল্পনা সাজিয়েছিল দলটি। তাই নিজেদের বড় ক্ষতি হয়ে গেছে বলেই জানালেন দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস। ডেলিস্টারের সঙ্গে একান্ত আলাপে বলেন, 'প্রথম সুযোগেই গেইলকে নিয়েছি আমরা। তাকে ঘিরেই সব পরিকল্পনা। সে না এলে তো বড় বিপদে পড়ব আমরা। তার নাম না থাকলে থিসারা পেরেরা বা অন্য কাউকে নিতে পারতাম। এখন তার বদলে ভালো কোনো রিপ্লেসমেন্ট পাব না।'
নাম না থাকলেও কেন গেইলের নাম বিপিএলে এটা নিয়ে বিপিএল গভর্নিং কমিটিকে অ্যাকশনে যেতে বললেন জালাল ইউনুস, 'তার নাম তো অবশ্যই এজেন্টের সঙ্গে কথা বলেই এসেছে। এখন বিপিএল গভর্নিং কমিটির এটা নিয়ে অ্যাকশনে যাওয়া উচিৎ। সে যদি নাই খেলে তাহলে কেন তার নাম লিস্টে দিল?'
তবে এ বিষয় বিসিবির তেমন কোন বক্তব্য পাওয়া যায়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ডেইলিস্টারকে বলেছেন, 'ড্রাফটে কারো নাম এলে তা তার এজেন্টের মাধ্যমেই আসে। এবং এটার একটা ডকুমেন্টও থাকে। আমরা এখন এটা যাচাই করে দেখব, সেখানে গেইলের সাক্ষর রয়েছে কিনা। এরপর আপনার সঙ্গে কথা বলব।'
Comments