হোলি আর্টিজান হামলা

রায় দ্রুত কার্যকরের আর্জি নিহতের পরিবারের

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলা চালানোর দায়ে সাত জঙ্গির মৃত্যুদণ্ডের ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের পরিবার।
rabiul_family-1.jpg
২৭ নভেম্বর ২০১৯, হোলি আর্টিজান বেকারিতে হামলায় নিহত ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল করিমের ভাই শামসুজ্জামান শামস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলা চালানোর দায়ে সাত জঙ্গির মৃত্যুদণ্ডের ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের পরিবার।

আজ (২৭ নভেম্বর) বেলা সোয়া ১২টায় রায় ঘোষণার পর রবিউলের ভাই শামসুজ্জামান শামস দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা চাই- দ্রুত রায় কার্যকর করা হোক।”

হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের যাতে দেশবাসী স্মরণ করতে পারেন, সরকারকে সে ব্যাপারে উদ্যোগ নেওয়ারও অনুরোধ করেছেন তিনি।

এদিকে, ঘোষিত রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

prosecution.jpg
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আবু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু সাংবাদিকদের জানান, এই রায়ে তারা সন্তুষ্ট। তবে মামলা থেকে একজনকে খালাস দেওয়ার কারণে তারা উদ্বিগ্ন বলে জানিয়েছেন।

তিনি বলেন, “এক আসামিকে কেনো খালাস দেওয়া হলো, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আমরা তা জানতে পারবো।”

“পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরেই আমরা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবো”, বলেন তিনি।

আরও পড়ুন:

৭ জঙ্গির মৃত্যুদণ্ড, ১ জন খালাস

গুলশান হামলার রায়: কড়া নিরাপত্তায় ৮ আসামি আদালতে

হোলি আর্টিজান হামলা মামলার রায় ১২টায়

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now