ভৈরবে শয়নকক্ষে রেল কর্মচারী খুন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বাংলাদেশ রেলওয়েতে কর্মরত মাহবুব আলম (৪০) নামের এক রেলওয়ে কর্মচারী। এতে আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা বেগম (৩৪)। গুরুতর আহতাবস্থায় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ (২৮ নভেম্বর) ভোররাতে ভৈরব শহরের চণ্ডিবের এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুর খান বাহার জানান, রাত ১১টার দিকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ ঘুমিয়ে পড়েন মাহবুব। আজ ভোরে রোকসানার কান্না শুনে সন্তানরা ঘুম থেকে উঠে ঘটনা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা গুরুতর আহত স্ত্রী রোকসানা বেগমকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। খুনের কারণ বা এতে কে বা কারা জড়িত- তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।
Comments