খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে হাইকোর্টের নির্দেশ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
আজ (২৮ নভেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি প্রধানের জামিনের আবেদনের শুনানিকালে সুপ্রিম কোর্ট খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে মেডিকেল প্রতিবেদন চেয়েছেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
একইদিনে সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার জামিন আবেদনের রায় দেওয়া হবে বলেও জানানো হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে খালেদা জিয়া বর্তমানে কারাগারে রয়েছেন। ২০১৮ সালের ২৯ অক্টোবর বিশেষ আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এর আগে একই বছরের ৮ ফেব্রুয়ারি একই আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট তার কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে ১০ বছর করেন।
Comments