সালজবুর্গ ম্যাচ নিয়ে ক্লপকে সতর্ক করলেন ওয়েন-ফার্দিনান্দ
এক ম্যাচ হাতে রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে ওঠার সুযোগ নষ্ট করেছে লিভারপুল। এতে বিপাকেও পড়েছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা। সালজবুর্গের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তাদের জন্য এখন বাঁচা-মরার লড়াই। আর অস্ট্রিয়ার দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই জানিয়ে লিভারপুল কোচ জুর্গেন ক্লপকে হুঁশিয়ার করেছেন সাবেক দুই ইংলিশ তারকা ফুটবলার মাইকেল ওয়েন ও রিও ফার্দিনান্দ।
বুধবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে অ্যানফিল্ডে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। আগের দেখায় ইতালির ক্লাবটির মাঠে ২-০ গোলে হেরেছিল অলরেডরা। এবারে নিজেদের মাঠে পয়েন্ট হারানোয় নক-আউট পর্বে ওঠার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়ামের ক্লাব গেঙ্ককে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়েছে সালজবুর্গ।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নাপোলির অবস্থান দ্বিতীয়। তিনে থাকা সালজবুর্গের পয়েন্ট ৭। মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে গেঙ্ক। অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সালজবুর্গের মাঠে অন্তত ড্র করলেই শেষ ষোলোয় পৌঁছে যাবে ক্লপের শিষ্যরা। এছাড়া নাপোলির বিপক্ষে গেঙ্ক জিতলে নিজেরা হারলেও পরের পর্বের টিকেট পাবে ইংলিশ পরাশক্তি লিভারপুল। তবে হেরে গেলে বাদ পড়ার সম্ভাবনাও থাকছে শিরোপাধারীদের।
সালজবুর্গের মাঠে ম্যাচটা লিভারপুলের জন্য কঠিন হবে বলে মনে করছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েন, ‘ক্লপ ও তার শিষ্যদের জন্য সেখানে সবকিছু সহজভাবে এগোবে না। সালজবুর্গ গোল করতে পটু (পাঁচ ম্যাচে ১৬ গোল করেছে দলটি)।’
‘পরের পর্বে ওঠার জন্য ড্র করতে বা জিততে হবে লিভারপুলকে। কিন্তু এই পরিস্থিতিটা তাদের জন্য আদর্শ না। আমি নিশ্চিত, এই ম্যাচেই (নাপোলি) তারা কাজ সেরে ফেলতে চেয়েছিল।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক ফার্দিনান্দের মতে, ‘এটা কঠিন একটা পরীক্ষা হবে (লিভারপুল ও ক্লপের জন্য)। তারা (সালজবুর্গ) যখন এখানে (অ্যানফিল্ডে) এসেছিল, তখনও তারা (তিনটি) গোল করেছিল।’
সতর্ক থাকার উপদেশ দিলেও শেষ পর্যন্ত লিভারপুল নক-আউট পর্বে পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফার্দিনান্দ, ‘লিভারপুল অভিজ্ঞ দল। আমার মনে হয়, তারা ফল বের করবে এবং বাধা পেরিয়ে যাবে।’
Comments