দ্বিতীয় দিনেই হার দেখছে আফগানিস্তান

ছবি: এএফপি

উইন্ডিজ ব্যাটসম্যানদের স্পিন দুর্বলতা কাজে লাগাতে চেয়েছিল আফগানরা। মানসম্পন্ন তিন স্পিনার নিয়েই নেমেছিল তারা। কিন্তু উল্টো স্পিনে ঘায়েল হয়েছে তারাই। লক্ষ্ণৌ টেস্টে তাই দাপট দেখাচ্ছে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে কর্নওয়ালের ঘূর্ণি জাদুর পর দ্বিতীয় ইনিংসে তার সঙ্গে ঘূর্ণি মায়াজাল বিছিয়েছেন রোস্টন চেজও। ফলে দ্বিতীয় দিনেরি হারের পথে আফগানিস্তান। দিনশেষে আফগানদের লিড মাত্র ১৯ রানের। হাতে রয়েছে আর ৩টি উইকেট।

যদিও দ্বিতীয় ইনিংসের শুরুটা আফগানরা করেছিল দারুণ। ওপেনিং জুটিতে আসে ৫৩ রান। ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে এ জুটি ভাঙেন কর্নওয়েল। আর এ জুটি ভাঙতেই ছয় রানের ব্যবধানে আরও তিনটি উইকেট তুলে নেয় তারা। ফলে বড় চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে এক প্রান্ত আগলে দায়িত্ব নিয়ে ব্যাট করছিলেন জাভেদ আহমেদি। নাসির জামালকে ৩৭ রানের জুটি গড়ে চাপ সামলে নেওয়া চেষ্টা করেছিলেন।

কিন্তু এরপর রোস্টন চেজের ঘূর্ণিতে পড়ে আফগানিস্তান। ফলে জুটি তো ভাঙ্গেই, দলীয় ১০৯ রানের মধ্যেই আরও দুটি উইকেট হারিয়ে হার দেখতে শুরু করে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন জাভেদ। উইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন চেজ ও কর্নওয়েল।

এর আগে ২ উইকেটে ৬২ রান নিয়ে এদিন ইনিংস শুরু করে উইন্ডিজ। জন ক্যাম্পবেলের সঙ্গে ৮২ রানের দারুণ এক জুটি গড়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়েন দেন সামারাহ ব্রুকস। এরপর ষষ্ঠ উইকেটে শেন ডরউইচের সঙ্গেও ৭৪ রানের আরও একটি ভালো জুটি গড়েন তিনি। কিন্তু এরপর আফগান স্পিনারদের ঘূর্ণিতে পড়ে ২৭৭ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।

তবে এক প্রান্ত আগলে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রুকস। ২১৪ বলে ১১১ রানের নজরকারা এক সেঞ্চুরি করেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের এটাই তার প্রথম সেঞ্চুরি। ১৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ক্যাম্পবেল করেন ৫৫ রান। এছাড়া ডরউইচের ব্যাট থেকে আসে ৪২ রান। আফগানদের পক্ষে ৭৪ রানের খরচায় ৫টি উইকেট তুলে নিয়েছেন অভিষিক্ত আমির হামজা। এছাড়া অধিনায়ক রশিদ খান ৩টি ও জহির খান ২টি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

আফগানিস্তান ১ম ইনিংস: ১৮৭

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৭৭ (আগের দিন ৬৮/২) (ব্রাথওয়েট ১১, ক্যাম্পবেল ৫৫, হোপ ৭, ব্রুকস ১১১, হেটমায়ের ১৩, চেজ ২, ডরউইচ ৪২, হোল্ডার ১১, কর্নওয়েল ৫, রোচ ৩, ওয়ারিক্যান ৪*; ইয়ামিন ০/২৪, হামজা ৫/৭৪, রশিদ ৩/১১৪, জহির ২/৫৩)।

আফগানিস্তান ২য় ইনিংস: ৩৬ ওভারে ১০৯/৭ (ইব্রাহিম ২৩, জভেদ ৬২, ইহসানউল্লাহ ১, রহমত ০, আসগর ০, নাসির ১৫, হামজা ১, জাজাই ২*; রোচ ০/৫, হোল্ডার ০/১৮, ওয়ারিক্যান ০/৩১, কর্নওয়েল ৩/৪১, চেজ ৩/১০)।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago