বুয়েটে র্যাগিং: ৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
র্যাগিংয়ে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নয় জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের হল থেকেও বহিষ্কার করা হয়েছে।
বুয়েটের সোহরাওয়ার্দী হল ও আহসান উল্লাহ হলে র্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার এই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
বুয়েট থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবির আলোকে গঠিত তদন্ত কমিটির সুপারিশে আবাসিক শৃঙ্খলা সংক্রান্ত বোর্ড এই ব্যবস্থা নিয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সৌম্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিড়ি, প্লাবন চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী, মো. ফরহাদ হোসেন, মোবাসসের হোসেন শান্ত, এএসএম মেহেদি হাসান এবং আকিব হাসান রাফিন। বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। এদের মধ্যে ছয় জন আহসান উল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ও তিন জন সোহরাওয়ার্দী হলের। সেই সঙ্গে তাদের আবাসিক সুবিধাও বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
একই অভিযোগে আরও ২১ জন ছাত্রকে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে।
Comments