জামিন পেলেন বিএনপির হাফিজ, খোকন
গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জামিন পেয়েছেন।
গত মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তারা জামিন পেলেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাদের জামিন মঞ্জুর করেন। বিএনপির নেতাদের আদালতে হাজির করে ডিবি পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন তাদের ১০ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেছিলেন। বিচারক তাদের জামিনের আদেশ দেন।
আগাম জামিনের জন্য বিএনপির এই নেতারা হাইকোর্টে যাওয়ার পথে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করেছিল। এরই মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আরও পড়ুন:
Comments