বিসিবি পরিচালক মাহবুবুলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়েছে দুদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনাম যেন বিদেশে যেতে না পারে সে ব্যাপারে পুলিশের বিশেষ শাখাকে ব্যবস্থা নিতে বলেছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের উপ পরিচালক মঞ্জুর আলম পুলিশ সুপারকে (এসবি) চিঠি দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
চিঠিতে দুদক বলেছে, টেন্ডারে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আয়, নিয়োগ বাণিজ্য, স্পন্সর নির্বাচনে অবৈধ প্রভাব খাঁটিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করার পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে মাহবুবুল আনামের বিরুদ্ধে। দুদক এর অনুসন্ধান করছে।
আরও বলা হয়, দুদক বিশ্বস্ত সূত্রে জেনেছে যে তিনি সপরিবারে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। তদন্তের প্রয়োজনে তার বিদেশযাত্রা রহিত করা প্রয়োজন।
এর আগে বিসিবির আরেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুদক। অক্টোবরের ২৭ তারিখে করা ওই মামলার অভিযোগে বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো ব্যবসা থেকে প্রতি মাসে ২১ লাখ টাকা নিতেন লোকমান। ক্লাবটির পরিচালক (ইন-চার্জ) ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিভিন্ন ব্যাংক একাউন্টে ৪১ কোটি টাকা পাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর মনিপুরী পাড়ায় বাড়ি থেকে চার বোতল মদসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন লোকমান।
Comments