বিএনপির আরও ৩ নেতা গ্রেপ্তার

রাজধানীর প্রেসক্লাব এলাকা থেকে বিএনপির আরও তিন নেতাকে আজ (২৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

রাজধানীর প্রেসক্লাব এলাকা থেকে বিএনপির আরও তিন নেতাকে আজ (২৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এছাড়াও রয়েছেন অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ।

তিনি আরও জানান, জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার পর বেলা ১২টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬ নভেম্বর বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সেসময় দুজন পুলিশ সদস্য আহত হন।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago